FIH Junior Men's Hockey World Cup

নভেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে জুনিয়র হকি প্রতিযোগিতা

খেলা

আগামী নভেম্বরেই শুরু হয়ে যাবে জুনিয়র মেন্স হকি বিশ্বকাপ। চেন্নাই ও মাদুরাইতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। পাকিস্তানের যোগদান নিয়ে কিছু সমস্যা তৈরী হলেও ভারতীয় হকি প্রেসিডেন্ট দিলীপ তির্কে পাকিস্তানের যোগদানের ব্যাপারে আশ্বাস দিয়েছেন। তবে সরকারিভাবে এই বিষয়ে এখনো কোনো কিছুই জানা যায়নি। তির্কে  জানিয়েছেন ' ভারত সরকার ও ভারতীয় হকি সংস্থা সবাই মিলেই আমরা পাকিস্তানকে স্বাগত জানাবো। এর আগে এশিয়া কাপেও আমরা পাকিস্তানকে স্বাগত জানিয়েছিলাম। কোনোরকম নিরাপত্তাজনিত সমস্যা ছাড়াই আমরা পাকিস্তানকে স্বাগত জানাবো এই বিশ্বকাপেও '। সোমবার এই প্রতিযোগিতার দিনক্ষণ জানানো হয়েছে । নভেম্বরের ২৮তারিখ থেকে শুরু হবে এই প্রতিযোগিতা এবং শেষ হবে ১০ ডিসেম্বর। গ্ৰুপ পর্যায়ে থাকবে মোট ২৪টি দল। পুল ' বি ' তে রয়েছে ভারত , পাকিস্তান , চিলি ও সুইৎজারল্যান্ড। আগামী ২৮তারিখ চিলির বিরুদ্ধে ম্যাচ দিয়েই শুরু হবে এই প্রতিযোগিতায় নিজেদের যাত্রা শুরু করবে ভারত। ২৯তারিখ তারা খেলবে পাকিস্তানের বিরুদ্ধে এবং ২ ডিসেম্বর সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে পুলের শেষ ম্যাচে নামবে ভারত।  
 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন