CAFA NATIONS CUP 2025

কাফা নেশন্স কাপে খেলবে ভারত

খেলা

২০২৫-র কাফা বা CAFA ( সেন্ট্রাল এশিয়ান ফুটবল এসোসিয়েশন )  নেশনস কাপে খেলবে ভারত। আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। যা চলবে আগামী ৮সেপ্টেম্বর অব্দি। এই প্রতিযোগিতা যুগ্মভাবে আয়োজন করবে উজবেকিস্তান ও তাজাকিস্তান। ২৯ আগস্টে ভারত খেলবে আয়োজক দেশ তাজকিস্তানের। আগামী ৯অক্টোবর সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামবে ভারত। তার আগে এই প্রতিযোগিতাকেই প্রস্তুতি হিসেবে দেখছে ভারত। এই প্রতিযোগিতা থেকে মালয়েশিয়া রসদজনিত সমস্যায় নিজেদের নাম প্রত্যাহার করায় আমন্ত্রণ আসে ভারতের কাছে। গ্ৰুপ ' বি ' তে ভারতের সঙ্গে রয়েছে তাজাকিস্তান , ইরান ও আফগানিস্তানের মত দলগুলি ।দুই গ্রুপ থেকে মোট চারটি করে দল খেলবে প্লে অফ পর্বে। যা শুরু হবে আগামী ৮সেপ্টেম্বর। অন্য গ্ৰুপ ' এ ' তে রয়েছে কাজাঘিস্তান , কিরঘিজ রিপাবলিক , উজবেকিস্তান ও ওমান। ২৯আগস্টে এই প্রতিযোগিতা শুরু হওয়ায় ডুরান্ড কাপের পর প্রায় ১২দিন সময় পাবে ভারতীয় খেলোয়াড়রা এর প্রস্তুতি হিসেবে। আগামী ১৭আগস্ট শেষ হবে ডুরান্ড কাপ। এই প্রতিযোগিতায় খেলে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন ম্যাচের আগে যথেষ্টই আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা সঞ্চয় করেই মাঠে নামতে পারবে ভারত।   

Comments :0

Login to leave a comment