India vs England Test Series

ওভালে রুদ্ধশ্বাস জয় ভারতের

খেলা

চিত্রনাট্য হয়ত একেই বলে। ইংল্যান্ডের হাতে ছিল মাত্র ৪ উইকেট। জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রানের। ম্যাচে রুদ্ধশ্বাস জয় ইংল্যান্ডের থেকে একপ্রকার ছিনিয়ে নিল ভারত। ফের একবার ফাইফার ( এক ইনিংসে ৫ উইকেট ) নিলেন সিরাজ। প্রসিদ্ধ কৃষ্ণ ও সিরাজের বোলিং দাপটে একের পর এক ইংরেজ ব্যাটারদের প্যাভিলিয়নের ঠিকানায় যাচ্ছিলেন । শেষ দিকে যখন ইংল্যান্ডের জয়ের ১১ রান বাকি ছিল। তখন ভারতের প্রয়োজন ছিল ১ উইকেটের। ক্রিস উক্স - র কাঁধে চোটের কারণে প্রায় এক হাতেই ব্যাট করে যাচ্ছিলেন নন স্ট্রাইকারে। অন্যদিকে ব্যাট করছিলেন এটকিন্সন। সেই সিরাজের বলেই আউট হলেন এটকিনসন। ম্যাচ জিতে সিরিজে ২-২ শেষ করল ভারত। গিল বুঝিয়ে দিলেন ব্যটার ও অধিনায়ক হিসেবে ভারত ও বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভবিষ্যতে নয়া মাইলফলক গড়বেন তিনি।

Comments :0

Login to leave a comment