AHF Asia Cup 2025

হকি এশিয়া কাপে ভারতের দল ঘোষণা

খেলা

ক্রিকেটের সঙ্গে সঙ্গে হকিতেও শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা হবে বিহারের রাজগিরে। বুধবার তারই দল ঘোষণা করল হকি ইন্ডিয়া। এই প্রতিযোগিতায় পুল ' এ ' তে রয়েছে ভারতীয় হকি দল। এই গ্ৰুপে রয়েছে চিন , জাপান ও কাজাখিস্তান। আগামী ২৯তারিখ চীনের বিরুদ্ধে নামবে ভারত। ৩১তারিখ জাপান ও ১সেপ্টেম্বর কাজাখিস্তানের মুখোমুখি হবে ভারত। এই প্রতিযোগিতার দ্বারাই যোগ্যতা অর্জন করা যাবে আগামী বছরের এফআইএইচ ( ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকি ) হকি বিশ্বকাপের জন্য। এই প্রসঙ্গে কোচ ক্রেগ ফুল্টন জানিয়েছেন যে , তাদের যথেষ্টই অভিজ্ঞতা সম্পন্ন স্কোয়াড রয়েছে। ফলে চাপের পরিস্থিতিতে এটা দলের খুব কাজে লাগবে। এই প্রতিযোগিতা থেকেই বিশ্বকাপে সুযোগ পাওয়া যাবে।

অভিজ্ঞ হরমনপ্ৰিত সিং সামলাবেন অধিনায়কত্বের গুরুদায়িত্ব। গোলরক্ষকের ভূমিকায় দেখা মিলবে কৃষণ পাঠক ও সূর্য কারকেরার। রক্ষণভাগে থাকবেন দুই অভিজ্ঞ হরমনপ্ৰিত ও অমিত রোহিদাস । তাদের সঙ্গ দেবেন জার্মানপ্রীত , সুমিত , সঞ্জয় , যুগরাজরা। মিডফিল্ডে রয়েছেন মনপ্রীত , বিবেক সাগর , রাজিন্দর সিং , রাজ কুমার পাল এবং আক্রমণভাগে থাকবেন মনদীপ , সুখজিৎরা। গোলরক্ষক থেকে শুরু করে আক্রমণভাগ পর্যন্ত বেশ ভারসাম্য নিয়েই দল গঠন করেছেন কোচ ক্রেগ ফুল্টন। ২০১৭তে শেষবার এই শিরোপা জিতেছিল ভারত। তাই মোট তিনবারের এশিয়া কাপ চ্যাম্পিয়নরা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই চতুর্থবার জয়ের লক্ষ্যেই নামবে এই প্রতিযোগিতায়। আগামী ২৯আগস্ট থেকে শুরু হবে এই প্রতিযোগিতা চলবে ৭সেপ্টেম্বর অব্দি।

একনজরে ভারতের স্কোয়াড - কৃষাণ পাঠক , সূর্য কারকেরা , হরমনপ্ৰিত , অমিত রোহিদাস , জার্মানপ্রীত , সুমিত , সঞ্জয় , যুগরাজ ,মনপ্রীত , বিবেক সাগর , রাজিন্দর সিং , রাজ কুমার পাল , মনদীপ , সুখজিৎ , শৈলেন্দ্র লাকরা , অভিষেক ও দিলপ্রীত ।

 

Comments :0

Login to leave a comment