KKR COACH CHANDRAKANT PANDIT RESIGN

অবসর ঘোষণা নাইটদের কোচ চন্দ্রকান্তের

খেলা

অবসর ঘোষণা করলেন কলকাতা নেইট রাইডার্স দলের কোচ চন্দ্রকান্ত পন্ডিত। কেকেআরের তরফ থেকে সরকারীভাবে ঘোষণা করা হয়েছে এই অবসরের ব্যাপারে। ২০২২ সালের আগস্টে এই দলের কোচ হয়েছিলেন চন্দ্রকান্ত। ২০২৪ - এ তার কোচিংয়েই তৃতীয়বারের জন্য আইপিএল ট্রফি জেতে নাইটরা। তবে এই বছর কেকেআরের খেলা মোটেও আশাপূরন করতে পারেনি। প্লে অফেও জায়গা করতে পারেনি তারা। রাহানের নেতৃত্বাধীন দল মাত্র ৫ টি ম্যাচে জয় পেয়েছিল। ফলে চন্দ্রকান্ত কোচ থাকবেন কিনা সেই নিয়ে শুরু হয়েছিল জল্পনা।

অবসরের পর কেকেআরের তরফ থেকে জানানো হয়েছে ' আমরা চন্দ্রকান্তের কাছে কৃতজ্ঞ। ২০২৪ এ চ্যাম্পিয়ন হতে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । তার শৃঙ্খলা ও নেতৃত্ব আমাদের দলের সঙ্গে চিরকালই থেকে যাবে ' ।

Comments :0

Login to leave a comment