MONDA MITHAI – TAPAN KUMAR BIRAGYA | SUNIRMAL BOSE – NATUNPATA | SATURDAY 20 JULY 2024

মণ্ডা মিঠাই – তপন কুমার বৈরাগ্য | শিশু সাহিত্যিক সুনির্মল বসু – নতুনপাতা | শনিবার ২০ জুলাই ২০২৪

ছোটদের বিভাগ

MONDA MITHAI  TAPAN KUMAR BIRAGYA  SUNIRMAL BOSE  NATUNPATA  SATURDAY 20 JULY 2024

মণ্ডা মিঠাই

শিশু সাহিত্যিক সুনির্মল বসু
তপন কুমার বৈরাগ্য

নতুনপাতা

বড়দের জন্য কবি সাহিত্যকদের অভাব নেই।কিন্তু
শিশুসাহিত্যিক সেই তুলনায় খুবই অল্প।শিশু সাহিত্যিক
হওয়া খুবই শক্ত ব্যাপার।শিশু সাহিত্যিক হতে গেলে
শিশুর সাথে মিশতে হবে, তাঁদের মন বুঝতে হবে।
তাঁদের কাছে সেইরকম অনুকৃল পরিবেশ দরকার।
শিশু সাহিত্যিকদের ভাষা হবে সহজ সরল।যে ভাষা
শিশুর মনের বিকাশ ঘটাবে।শিশু সাহিত্যিকদের 
হৃদয় হবে ফুলের মতন সুন্দর।
এই রকম এক শিশু সাহিত্যিক সুনির্মল বসু। মাত্র ৫৪বছর
তাঁর জীবিতকাল। এই সময়ের মধ্যেই তিনি বাংলার
শিশু সাহিত্যিককে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করেছেন।
১৯০২খ্রিস্টাব্দের ২০জুলাই তিনি বিহারের গিরিডিতে
জন্মগ্রহণ করেন।পৈতৃক নিবাস বাংলাদেশের 
মুন্সীগঞ্জ জেলার মালখাননগরে। জন্মের পর থেকে
অপরূপা প্রকৃতির স্নেহে তিনি লালিত পালিত হয়েছেন।
১৯২০খ্রিস্টাব্দে তিনি গিরিডি থেকে মাধ্যমিক পাশ
করেন।মাত্র সাত বছর বয়েস থেকে তিনি ছড়া , গল্প,কবিতা
লিখতে শুরু করেন।তিনি ছিলেন একজন স্বাধীনতার
পূজারী। মাধ্যমিক পাশ করার পর তিনি সেখানকার
কলেজে ভর্তি হন। কিন্তু ১৯২১খ্রিস্টাব্দে গান্ধীজির
অসহযোগ আন্দোলনে যোগ দেন। এজন্য তাঁকে
বেশ কষ্ট স্বীকারও করতে হয়েছিল।তাঁর পড়াশুনারও
ব্যাপক ক্ষতি হয়।
সুনির্মল বসু ছিলেন একজন সহজ সরল মানুষ।
তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের আর্টকলেজেও ভর্তি
হয়ে সুন্দর সুন্দর ছবি আঁকতে শেখেন। তার লেখা
উল্লেখযোগ্য বইগুলো হলো--হাওয়ার দোলা,ছানাবড়া,
বেড়ে মজা,হৈ চৈ,পাহাড়ে জঙ্গলে,কিপটে ঠাকুরদা,
বীর শিকারী,পাতাবাহার ইত্যাদি।
শিশুকিশোরদের কাছে তাঁর লেখা সবচেয়ে প্রিয়
কবিতা সবার আমি ছাত্র।তাঁর অন্যান্য উল্লেখযোগ্য
কবিতাগুলো--আমার কবিতা,ঐ এলো ঝড়,আবার
এলো জল,সবুজ ফড়িং ,সোনার ছবি,ভোরাই,শীত এলো
ইত্যাদি। প্রতিটা কবিতার এক একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে।
১৯৫৭খ্রিস্টাব্দের ২৫শেফেব্রুয়ারি মাত্র ৫৪বছর বয়েসে তিনি
পরলোকগমন করেন। শিশুসাহিত্যিক হিসাবে তিনি
১৯৫৬খ্রিস্টাব্দে ভুবনেশ্বরী পুরস্কার পান।তাঁর সৃষ্টিই
তাঁকে চিরকাল অমর করে রাখবে। 


 

Comments :0

Login to leave a comment