যুবভারতীতে প্রথমার্ধে এগিয়ে রয়েছে মোহনবাগান। ম্যাচের ১৫ মিনিটে বক্সের মধ্যে জেমি ম্যাকলারেন বল পেয়েও গোল করতে ব্যার্থ হন । ১৯ মিনিটে সাহালের পাস থেকে বক্সের বাইরে থেকে সুন্দর গোল করে দলকে এগিয়ে দেন মোহনবাগানের অনিরুদ্ধ থাপা। ২৪ মিনিটে গোল শোধ দেন ডায়মন্ডের হারবারের লুকা মাজেন। ৩৪ মিনিটে ডায়মন্ডের খেলোয়াড়ের ভুলে বল পেয়ে যান সাহাল। সেখান থেকে ফাঁকায় দাঁড়িয়ে থাকা ম্যাকলারেনকে পাস দিলে তিনি আগুয়ান গোলরক্ষক সুশান্তর পায়ের তলা দিয়ে সুন্দর ফিনিশ করে দলকে ফের এগিয়ে দেন। বর্তমানে ম্যাচের ফল ২-১ ।
DURAND CUP 2025
প্রথমার্ধে এগিয়ে রয়েছে মোহনবাগান

×
Comments :0