জাতীয় আন্ত রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার নয়া রেকর্ড গড়লেন বিশাল। তামিলনাড়ুর বছর ২৩ - র এই অ্যাথলিট ৪০০ মিটার দৌড়ের ইভেন্টে জাতীয় রেকর্ড গড়লেন। ৪০০ মিটার দৌড় তিনি শেষ করলেন ৪৫.১২ সেকেন্ডে। এর আগে এই প্রতিযোগিতায় ৪০০ মিটার দৌড় ৪৫.২১ সেকেন্ডে দৌড়ে রেকর্ড গড়েছিলেন মহম্মদ আনাস। চেন্নাইয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে এই রেকর্ড গড়লেন বিশাল। এর আগেও এই অ্যাথলিট দক্ষিণ কোরিয়ার এশিয়ান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৪০০ মিটারের দৌড় শেষ করেছিলেন ৪৫.৫৭ সেকেন্ডে চলতি বছরেই। এছাড়াও এই একই প্রতিযোগিতায় রিলে রিসের ৪০০ মিটারের ইভেন্টেও স্বর্নজয়ী দলের সদস্য ছিলেন বিশাল।
National Inter State Athletics Championship
জাতীয় আন্ত রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বিশালের রেকর্ড
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0