POETRY — BIDHUYT RAJGURU | LIFE HIGHWAY — NATUNPATA | THURSDAY 18 JULY 2024

কবিতা — বিদ্যুৎ রাজগুরু | জাতীয় সড়কের ঠোঁটে — মুক্তধারা | বৃহস্পতিবার ১৮জুলাই ২০২৪

ছোটদের বিভাগ

POETRY    BIDHUYT RAJGURU  LIFE HIGHWAY  NATUNPATA  THURSDAY 18 JULY 2024

কবিতা

জাতীয় সড়কের ঠোঁটে 
বিদ্যুৎ রাজগুরু

মুক্তধারা

নগ্ন করে মাটি বনের বিপ্রতীপে 
উপবন গড়ে 
কল্পতরু শাসকের জিভে 
নগ্ন লোভের লালা ঝরে।

প্রাগৈতিহাসিক দেওয়ালে পেন্ডুলাম দোলে 
বাধ্য বলদের হাড়-জিরজিরে শরীরের 
পাঁজরের মতো, ঘড়ির কাঁটা চলে।

যন্ত্রণায় নীল মানচিত্র কৌপীন পরে হাঁটে 
চৌহদ্দিতে রোদ নেই কোথাও এতটুকু 
আলোর প্রাচুর্য শুধু লেপটে থাকে 
জাতীয় সড়কের ঠোঁটে।

Comments :0

Login to leave a comment