কবিতা
জাতীয় সড়কের ঠোঁটে
বিদ্যুৎ রাজগুরু
মুক্তধারা
নগ্ন করে মাটি বনের বিপ্রতীপে
উপবন গড়ে
কল্পতরু শাসকের জিভে
নগ্ন লোভের লালা ঝরে।
প্রাগৈতিহাসিক দেওয়ালে পেন্ডুলাম দোলে
বাধ্য বলদের হাড়-জিরজিরে শরীরের
পাঁজরের মতো, ঘড়ির কাঁটা চলে।
যন্ত্রণায় নীল মানচিত্র কৌপীন পরে হাঁটে
চৌহদ্দিতে রোদ নেই কোথাও এতটুকু
আলোর প্রাচুর্য শুধু লেপটে থাকে
জাতীয় সড়কের ঠোঁটে।
Comments :0