কবিতা
মুক্তধারা
কবি নামক লোকটা
জয়ন্ত সিনহা মহাপাত্র
২০২৬ জানুয়ারি ১৪ | বর্ষ ৩
লোকটা পঞ্চাশ বছর কবিতা লেখার পর
বাঁকা শিরদাঁড়া নিয়ে যখন মারা গেলেন
তখন কেউ বললে না ভালো কবি ছিলেন
ভালো মানুষ তো দুরস্থান ।
কেউ বললে ক্ষমতা লোভী
কেউ বললে নাটক বাজ
কেউ বললে লোকটা ম্যানেজ মাস্টার
কেউ বললে না ভালো কবি ছিলেন ।
অথচ খুব খারাপ কবিতা লিখতেন না
অনেকেই ওর কবিতা আবৃত্তি করতো
অনেকেই কবির পিছনে পিছনে ঘুরতো
সরকারি মঞ্চে কবিতা পড়া
সরকারি কমিটিতে জায়গা
সবকিছু পাওয়া যেতো কবির পাশে থাকলে
চারপাশে কত তরুণ তরুণী কবি
অথচ লোকটা মরে যাবার পরও
কেউ কবির মৃত দেহের পাশে এসে দাঁড়াল না
কি বাম , কি ডান
কি কবি , কি প্রকাশক সবাই ফিসফিস করছে
বলছে, লোকটা ধান্দা করতে করতে চলে গেল।
Comments :0