100 Days work

গরীব মানুষের টাকা আটকে রাখা যাবে না, ১০০ দিনের কাজের প্রসঙ্গে বললো হাইকোর্ট

রাজ্য

আটকে রাখা যাবে না ১০০ দিনের কাজের মজুরি। অবিলম্বে তা রাজ্যের মানুষের হাতে পৌঁছে দিতে হবে। শুক্রবার রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 
অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, রাজ্যের বকেয়া ১০০ দিনের টাকা কেন্দ্রকে মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকারের অভিযোগ, সেই টাকা আটকে রেখেছে কেন্দ্র। মামলা হয় কলকাতা হাইকোর্টে।
এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে বলা হয় যে ১০০ দিনের টাকা আটকে রাখা হয়েছে। সেই টাকা কেন্দ্রের পক্ষ থেকে যাতে দ্রুত রাজ্যের হাতে তুলে দেওয়া হয় সেই আবেদনও জানানো হয়। পাল্টা কেন্দ্রের আইনজীবী রাজ্য ১০০ দিনের দুর্নীতির অভিযোগ সামনে আনেন। প্রধান বিচারপতি সাওয়াল জবাবের পর বলেন, দুর্নীতির অভিযোগ থাকলেও গরীব মানুষের টাকা আটকে রাখা যায় না।
উল্লেখ্য রাজ্যে ১০০ দিনের কাজ বন্ধ। ভুয়ো কার্ডের সাহায্যে তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে ১০০ দিনের টাকা লুঠ করার অভিযোগ সামনে এসেছে। কেন্দ্রের টিম এস রাজ্যে তদন্ত করেও গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোন রিপোর্ট সামনে আসেনি। অন্যদিকে রাজ্য এবং কেন্দ্র সরকার এই বিষয় যাতে শ্বেতপত্র প্রকাশ করে সেই দাবি বার বার সিপিআই(এম) এর পক্ষ থেকে করা হয়েছে। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, ‘১০০ দিনের কাজের জন্য কেন্দ্র কত টাকা পাঠিয়েছে আর কত খরচ হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। রাজ্যের বকেয়া টাকার জন্য বামপন্থীরা প্রয়োজনে দিল্লি গিয়ে আন্দোলন করবে।’
গত বছর কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ২০২৫ এর ১ আগস্ট থেকে রাজ্যে চালু করতে হবে ১০০ দিনের কাজ। কিন্তু এখনও পর্যন্ত রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সেই কাজ চালু করার জন্য কোন পদক্ষেপ নেয়নি। উল্টে আইন এনে ১০০ দিনের কাজ শেষ করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার।

Comments :0

Login to leave a comment