প্রয়াত কিংবদন্তী রবীন্দ্র সংগীত শিল্পী অর্ঘ্য সেন। বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি। বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯০। তাঁর প্রয়াণে শোকের ছায়া সঙ্গীত জগতে। রাজ্যের মুখ্যমন্ত্রীও শোকপ্রকাশ করেছেন শিল্পির প্রয়াণে। তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘‘মাঝে মাঝে তব দেখা পাই’’,‘‘তুমি কোন কাননের ফুল’’, এবং ‘‘আমার হিয়ার মাঝে’’ ‘আমার মাথা নত করে দাও’’ তাঁর গলায় আজও প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে। শুধু শিল্পী হিসেবে নয়, শিক্ষক হিসেবেও অর্ঘ্য সেন ছিলেন অদ্বিতীয়।
বাংলাদেশের ফরিদপুরে মামার বাড়িতে ১৯৩৫ সালের ১১ নভেম্বর জন্ম অর্ঘ্য সেনের। ছোট থেকেই সংগীতচর্চার সাথে যুক্ত ছিলেন অর্ঘ্য সেন। ফরিদপুরে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে চলে আসেনকলকাতায়। বালিগঞ্জ গর্ভনমেন্ট হাইস্কুলে পড়ালেখা করেছেন। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক হন।
রবীন্দ্রসংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৭ সালে তিনি পেয়েছেন ভারত সরকারের সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার। পরে তিনি 'টেগোর ফেলো' সম্মানে ভূষিত হন, যা রবীন্দ্রসংগীতের প্রতি তাঁর আজীবন নিবেদনকে স্বীকৃতি দিয়েছে।
Arghya Sen
প্রয়াত কিংবদন্তী রবীন্দ্রসঙ্গীত শিল্পি অর্ঘ সেন
×
Comments :0