Kilkot Tea Garden

দাবি আদায়ে কাজ বন্ধ কিলকোট চা বাগানের শ্রমিকদের

জেলা

মজুরি বোনাস না পেয়ে ক্ষিপ্ত কিলকোট চা বাগানের শ্রমিকরা। বুধবার সকালে গেট মিটিং করে বন্ধ করে দিলেন চা বাগানের কাজ। সিদ্ধান্ত হল বাগানে নতুন মালিক চাই। ৯ তারিখের পাক্ষিক মজুরি দেওয়ার কথা ছিল। সেদিনকে তো মজুরি দেওয়া হয় নি। সেই মজুরি দেওয়ার কথা ছিল মঙ্গলবার। মজুরি প্রদান বুধবারেও হল না। ক্ষিপ্ত হয়ে বাগানের সব শ্রমিক ঐক্যবদ্ধ ভাবে বাগানে গেট সভা করে। সিদ্ধান্ত নেয় বাগানে কাজ বন্ধ করার। সেই হিসাবে বাগান অফিসের সামনে বাগানের কোম্পানী "সম্মেলন টি বেভারেজ লিমিটেড " বোর্ড এ সব লেখা কাল রং লেপে দেয়। বাগানের শ্রমিক নেতা রামচন্দ্র প্রজা বলেন, ‘‘আমরা বাগানে এই মালিক চাই না। নতুন মালিক আসুক বাগানে। বাগানে শ্রমিকেরা মজুরী পায় নি। তাদের বোনাস পেমেন্ট কিছু বাকি। নাখেয়ে কিভাবে কাজ হবে। মালিক চায় আমরা না খেয়ে কাজ করি। সেটা হয় না। ৯ জানুয়ারীর পেমেন্ট সেদিনকে তো হল না। সেটা ১৩ তারিখে দেওয়ার কথা বলা হয়েছিল। সেটাও দেওয়া হল না। আর কতদিন সহ্য করবে শ্রমিকরা। বাগানে কাজ বন্ধ থাকবে। নতুন মালিক আসুক বাগানে। এই মালিক যদি বাগান চালাতে চায় তবে বিগত বাকি পাক্ষিক মজুরি দিতে হবে বাকি বোনাস ও এখন দিতে হবে। তাছাড়া ২৩ জানুয়ারী বন্ধ ওই দিনের মজুরী আগেই দিতে হবে।’’ শ্রমিক নেতা আরও বলেন, ‘‘এই মালিক শ্রমিকদের কাছ থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নেয় কিন্তু জমা করে না। ধাক্কা খেতে খেতে সহ্যের বাইরে চলে গেছে। এই মালিকের বদলে নতুন মালিক চাই। নতুন মালিক যে বেতন মজুরি ও অন্যান্য সুবিধা দেবে সেই মালিককে আমরা চাই। বাগানে পানীয় জল সরবারহ নাই। কুয়ার জল খেতে হয়। কোন বাড়িতে বিবাহ বা কোন উৎসব হলে জলের ট্যংক নাই। কেননা বিদ্যুৎ নাই। টাকা না দেওয়ায় লাইন কাটা। বাগানে এবার ভাল পাতি হয়েছে। কিন্তু বিদ্যুৎ না থাকায় ফ্যক্টরী বন্ধ।’’ প্রজা বলেন,‘‘ আমাদের দাবী নিয়ে ২৬ জানুয়ারি পদযাত্রা করে শ্রমিকরা শিলিগুড়ি অতিরিক্ত শ্রম কমিশনারের কাছে যাব। আমাদের সাথে গেরগেন্ডা বাগানের শ্রমিকরা যাবে কেননা একই মালিকের বাগান। ওরাও শোষিত হচ্ছে।’’

Comments :0

Login to leave a comment