কবিতা
শিলচর
কাজল চক্রবর্তী
মুক্তধারা
কিশোরীর রক্তে ভিজেছিল পাথর
তার ছিল সংসার এর শখ
সবকিছু দুহাতে সরিয়ে কমলা
সত্যাগ্রহীদের পাশে দাঁড়িয়ে
লাশ হয়ে ফিরে এল ইতিহাসে
এই তো বাঙালি বাংলাভাষা
বাঙালি হয়ে থাকি উনিশ- একুশে
পান্তা ইলিশ খেয়ে ঢেকুর তুলে
ভাতঘুম দিয়ে স্বপ্ন দেখি
কিসের স্বপ্ন? দেখেছেন কোনোদিন
Comments :0