কবিতা
বর্ষাকাল
উপাসনা হালদার
নতুনপাতা
টাপুর টুপুর বৃষ্টি ঝরে, চাষীরা যায় মাঠে।
জল থৈ থৈ নদী নালা, আর মাঠে ঘাটে।।
বকেরা সব মাছ ধরে, মিটি মিটি চায়।
ব্যাঙেরা সব খেলা করে, কত গান গায়।।
হাওয়ায় দোলে বাঁশের মাথা, ক্যাঁচর ক্যাঁচর শব্দ।
শিশুরা সব গৃহবন্দী, দেখ কেমন জব্দ।।
কিশোরেরা করে মজা, নৌকা ভাসায় জলে।
গাছেরা সব পাতায় ভরা, ফুলে আর ফলে।।
জেলেরা যায় জাল ঘাড়ে, ধরতে যায় মাছ।
আনন্দেতে মাতে ময়ূর, পেখম মেলে নাচ।।
কবিরা সব কলম ধরে, ভাবে কত কী যে।
আমি কিছু লিখব বলে, ছন্দ পাই না খুঁজে।।
যাইহোক আমার ভালোই লাগে, এই বর্ষাকাল।
মিটে যায় আমাদের, জলের আকাল।।
একাদশ শ্রেণী
ক্যানিং রায়বাঘিনী হাই স্কুল ক্যানিং, ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা
৯৭৩২৪৫৫৮৬৩
Comments :0