SINQUEFIELD CUP 2025

করুয়ানার সঙ্গে যুগ্ম শীর্ষে প্রজ্ঞানন্দ , হার গুকেশের

খেলা

সেন্ট লুইসে সিংকিউফিল্ড চেস ট্যুর প্রতিযোগিতায় জয় পেলেন প্রজ্ঞানন্দ। ভারতীয় এই গ্র্যান্ড মাস্টার হারালেন ফরাসি - ইরানিয়ান গ্র্যান্ড মাস্টার ফিরোজাকে। ফাইড বা FIDE ( আন্তর্জাতিক চেস ফেডারেশন ) র র্যাংকিংয়ে বর্তমানে অষ্টম স্থানে রয়েছেন তারকা এই গ্র্যান্ড মাস্টার। ফিরোজার সঙ্গে এই ম্যাচে প্রজ্ঞানন্দ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে কেন্দ্রে আক্রমণের উদ্যোগি হয়েছিলেন। ফিরোজা কৌশলগতভাবে প্রজ্ঞানন্দকে রোখার চেষ্টা করলেও তার কোনো চালই কাজে আসেনি। জয় ছিনিয়ে নেন প্রজ্ঞানন্দ। শেষ গেমটি মাত্র ২৭টি চালেই শেষ হয়ে যায়। তবে এদিন এই প্রতিযোগিতায় হতাশ করলেন ভারতের আরএক গ্র্যান্ডমাস্টার গুকেশ । হেরে গেলেন আমেরিকান গ্র্যান্ডমাস্টার ওয়েসলি সো- র কাছে। প্রজ্ঞানন্দের জয়ের ফলে  আমেরিকান গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো করুয়ানার সঙ্গে যুগ্মভাবে এই প্রতিযোগিতার শীর্ষে অবস্থান করছেন তিনি। তাদের দুইজনেরই পয়েন্ট  ৪.৫।    

 

Comments :0

Login to leave a comment