QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 21 AUGHST 2025, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা, উত্তর : ২১ আগস্ট ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  21 AUGHST 2025 3rd YEAR

বলতে পারোঅমল করনতুনপাতা, উত্তর : ২১ আগস্ট ২০২৫, বর্ষ ৩

 

 

 

 

জিজ্ঞাসা

১. ২০২৫ সালে  মহিলাদের দাবা বিশ্বকাপ বিজয়ী হয়েছেন কে?
২. ২০২৫ সালে মহিলাদের উইম্বলডন লন টেনিস চ্যাম্পিয়ন হন কে?
৩. কবে থেকে "ভারতরত্ন" দেওয়া শুরু হয়? প্রথমবছর কাদের ভারতরত্ন দেওয়া হয়?
৪. সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-এর গ্ৰন্থরাজি ও প্রাপ্ত পুরস্কার সম্বন্ধে কি জানো?
৫. কে ছিলেন মুন্সি প্রেমচাঁদ?
৬. মহাকাশে প্রতিদিন কতবার সূর্যোদয় ও সূর্যাস্ত হয়?

সমাধান

১.সমাধান ২০২৫ সালে মহিলাদের দাবা বিশ্বকাপ বিজয়ী ভারতের দাবা গ্ৰ্যান্ডমাস্টার দিব্যা দেশমুখ (১৯ বছর) অপর এক ভারতীয় দাবা গ্ৰ্যান্ডমাস্টার ও দুবারের বিশ্ব মহিলা রেপিড দাবা চ্যাম্পিয়ন কোনেরু হাম্পিকে (৩৮ বছর) ফাইন্যালে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
২. ২০২৫ সালে মহিলাদের উইম্বলডন চ্যাম্পিয়ন হন পোল্যান্ডের ইগা সিওনটেক (৬-০,৬-০) ফাইনালে আমেরিকার আমান্ডা অ্যানিসিমোভাকে হারিয়ে।
৩. ১৯৫৪ সাল থেকে "ভারতরত্ন" উপাধি দেওয়া শুরু হয়। সে-বছর ভারতরত্ন দেওয়া হয় চক্রবর্তী রাজাগোপালাচারী, দার্শনিক সর্বপল্লি রাধাকৃষ্ণণ ওবিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমণকে।
৪. সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (জন্ম২৩/০৭/১৮৯৮) ৬৫টি উপন্যাস, ৫৩ টি ছোটোগল্পগ্ৰন্থ,১২ টি নাটক, ৪টি প্রবন্ধগ্ৰন্থ, ৪টি স্মৃতিকথা ইত্যাদি লেখেন। তিনি রবীন্দ্র , আকাদেমি, জ্ঞানপীঠ পুরস্কার এবং পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মান পান।
৫. হিন্দি -উর্দু ভাষার বিখ্যাত জীবনবাদী লেখক মুন্সি প্রেমচাঁদ -এর জন্ম ৩১/০৭/১৮৮০, তাঁর আসল নাম ধনপত রায় শ্রীবাস্তব।নবাব রাই ছদ্মনামে হিন্দিতে,
প্রেমচাঁদ ছদ্মনামে হিন্দি- উর্দুতে গল্প-উপন্যাস-নাটক লিখতেন। তাঁর বিখ্যাত গ্ৰন্থ গোদান,নির্মলা, গাবান,কাফন, বাজার -এ-হুসন।বিভিন্ন ভাষায় তাঁর লেখা অনূদিত।
৬. মহাকাশে প্রতিদিন ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত হয়।

 

Comments :0

Login to leave a comment