পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান কোথায়? বুধবার এই প্রশ্নে তোলপাড় হয়েছে নেটদুনিয়ায়। পাকিস্তানের একটি হ্যান্ডেল ‘আফগান টাইমস’ দাবি করে যে নির্যাতনে জেলেই মৃত্যু হয়েছে তাঁর। আদিয়ালা জেলে মারা গিয়েছেন তিনি। নেটদুনিয়ায় শুরু হয় তোলপাড়। ইমরান খানের তিন বোন নোরিন, আলিমা এবং উজমা অভিযোগ তোলেন যে দীর্ঘদিন ধরেই অমানবিক নির্যাতনের শিকার বাহাত্তর বছরের ইমরান। দাবি করা হয়েছে যে আদিয়ালা জেলে বেশ কিছুদিন ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তাঁর আত্মীয়দের। বুধবার রাতেও এই দাবির সপক্ষে নির্দিষ্ট কোনও তথ্য মেলেনি। বৃহস্পতিবার জেল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে সরকারিভাবে জানানো হয়েছে ভাল আছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বলা হয়েছে ইমরান খানকে লাহোরের আদিয়ালা জেলে রাখা হয়েছে।
দুর্নীতি সহ একাধিক মামলায় ২০২৩ সালের আগস্টে খান (৭৩)’কে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে জেলে অত্যাচারের ফলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)’র প্রধান ইমরানের মৃত্যু খবর ছড়িয়ে পড়ে। যাকে ঘিরে পাকিস্তানের বিভিন্ন অংশে পিটিআই কর্মী-সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। লাহোরের আদিয়ালা জেলের বাইরে কয়েক হাজার পিটিআই সমর্থক পাকিস্তানের ক্রেকেট বিশ্ব কাপ জয়ী অধিনায়কের অবিলম্বে খবর দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন।
গোটা ঘটনার সূত্রপাত গত ছ’সপ্তাহ ধরে ইমরানের তিন বোনকে প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে জেল কর্তৃপক্ষের দেখা করতে না দেওয়াকে ঘিরে। এর পর পিটিআই প্রধানের বোনেরা জেলের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বৃহস্পতিবার জেল কর্তৃপক্ষ ইমরানকে অন্যত্র সরিয়ে দেওয়ার খবর খারিজ করে দেয়। সামাজিক মাধ্যমে ইমরানকে নিয়ে ছড়ানো খবরের পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন পিটিআই নেত্রী তথা দলের ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশির কন্যা মেহের বানু কুরেশি।
Imran Khan
ভাল আছেন ইমরান, জানালো জেল কর্তৃপক্ষ
×
Comments :0