High Court SSC

সব চাকরি প্রার্থীর ওএমআর শিট আপলোড করতে হবে কমিশনকে : হাইকোর্ট

রাজ্য

চলতি বছর এসএসসি পরীক্ষায় যারা অংশ নিয়েছে তাদের সবার ওএমআর শিট এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন বিচাপতি অমৃতা সিনহা। 
এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা হয়েছে হাইকোর্টে। গতকাল সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এসএসসি সংক্রান্ত সব মামলার শুনানি হবে হাইকোর্টে। 
গতকাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে প্রশ্ন তোলা হয়েছে যে কেন পুরনোদের সাথে নতুনদের পরীক্ষা নেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রশ্ন তোলা হয়েছে পরীক্ষা পদ্ধতি নিয়েও। আদালতের পক্ষ থেকে এদিন বলা হয়েছে পুরনোদের যেই দাবি এবং সমস্যা তা মেটাতে হবে রাজ্য সরকারকেই। সুপ্রিম কোর্ট জানিয়েছে এসএসসির নতুন নিয়োগ সংক্রান্ত সব মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। 
নতুন এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে ইতিমধ্যে একাধিক বিষয় নিয়ে আন্দোলনে নামা হয়েছে। চাকরি প্রার্থীদের দাবি অভিজ্ঞতার ভিত্তিতে যেই ১০ নম্বর দেওয়ার কথা এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে তা বাতিল করতে হবে। এর পাশাপাশি শূণ্য পদ বাড়ানোর দাবিও তাদের পক্ষ থেকে তোলা হয়েছে। এই একই দাবিতে এসএসসি ভবনের সামনেও বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। আন্দোলনরত পরীক্ষার্থীদের বক্তব্য, ১০ নম্বর পঠন-পাঠনের অভিজ্ঞতার জন্য দেওয়ায় তাঁরা বঞ্চিত হচ্ছে। আন্দোনকারিরা বলেন, এক লক্ষ শূণ্য পদ তৈরি করতে হবে সরকারকে। তার সাথে সবার ওএমআর শিট প্রকাশ করতে হবে কমিশনকে।
উল্লেখ্য এই পরীক্ষার্থীরা এবারই প্রথম এসএসসি’তে বসেছেন। তাঁদের বক্তব্য, এবারের পরীক্ষায় অভিজ্ঞতার জন্য ১০ নম্বর আলাদা করা হয়েছে। ফলে পরীক্ষার নম্বরে তাঁদের চেয়ে কম পেয়েও অভিজ্ঞতার কারণে নম্বর পেয়ে ইন্টারভিউতে ডাক পেয়েছেন একাংশ।
২০১৬’র স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার প্যানেল বাতিল করে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। আগাগোড়া দুর্নীতি ধরা পড়ে যায় আদালতে। এমনকি স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে জানায়নি যে কারা যোগ্য। নষ্ট করা হয় পরীক্ষার নথিও। প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশও দেয় শীর্ষ আদালত। আদালতের রায়ে বাতিল হয় এমন অনেকের চাকরি যাঁদের বিরুদ্ধে অস্বচ্ছতার কোনও অভিযোগ প্রমাণিত হয়নি আদালতে। এই অংশেরও অনেকে যদিও ডাক পাননি একাদশ-দ্বাদশে শিক্ষক পদে নিয়োগের ইন্টারভিউতে। 
আন্দোলনরত পরীক্ষার্থীদের বক্তব্য, ১০ নম্বর পঠন-পাঠনের অভিজ্ঞতার জন্য দেওয়ায় তাঁরা বঞ্চিত হচ্ছে।

Comments :0

Login to leave a comment