হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত অন্তত ৭৫ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে একজন দমকলের কর্মীও রয়েছেন। হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ২৭০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ। নিখোঁজদের অনেকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে মহলেই আশঙ্কা রয়েছে। গত ১৮ ঘণ্টা ধরে জ্বলা আগুন নিয়ন্ত্রণ করতে এখন ১০০০’র বেশি দমকল কর্মী কাজ করছেন বলে সংবাদ মাধ্যমের খবর। দমকল কর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহুতলগুলি। উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
একটি নির্মাণ কোম্পানির তিন জন আধিকারিককে এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে দুইজন পরিচালক এবং একজন ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট। তাদের বিরুদ্ধে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এমন উপকরণ, যেমন বাঁশ, পলিস্টাইরিন ফোম ব্যবহারের অভিযোগ উঠেছে।
বুধবার বিকেলে হংকংয়ের তাইপোতে একটি বহুতল ভবনে আগুন লাগে। আগুন দ্রত ছড়িয়ে পড়ে। আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়েতে দেখা যায়। আগুন লাগার কারণে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনগুলিতে বিপুল সংখ্যক মানুষ আটকা পড়ে থাকার আশঙ্কা করা হয়। কয়েক কিলোমিটার দূর থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল বুধবার। এদিন সন্ধ্যায় স্থানীয় প্রশানের তরফে বলা হয় পরপর একাধিক বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭৫ জনের মৃত্যু
সংবাদ সংস্থার খবর অনুযায়ী, স্থানীয় সময় বুধবার বেলা ২টো ৫১ মিনিটে আগুন লাগলে দমকল বিভাগকে জানানো হয়। আগুন এতটাই ভয়াবহ যে তা নেভানোর জন্য ৭০০ জনেরও বেশি দমকলকর্মীকে মোতায়েন করা হয়। খবরে বলা হয়েছে নিহতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন। একজন অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হংকংয়ের চিফ এগজিকিউটিভ অফিসার জন লি জানিয়েছেন, আগুন লাগার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
Hong Kong Fire
হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৭৫
×
Comments :0