অবিলম্বে অপরাধমূলক এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানালেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি। বুধবার এক্স হ্যান্ডেলে এই কথা লিখেছেন বেবি। উত্তর প্রদেশ সহ বিভিন্ন রাজ্যে কাজের চাপে এবং হুমকির মুখে বিএলও-দের মৃত্যু হচ্ছে বা তাঁরা আত্মঘাতী হচ্ছেন। এরমধ্যেই বিজেপি শাসিত উত্তর প্রদেশে বিএলও এবং এসআইআর-র কাজে যুক্ত অন্য কর্মচারীদের বিরুদ্ধে অসংখ্য এফআইআর-র খবর সামনে এসেছে। তার পরিপ্রেক্ষিতেই সিপিআই(এম) সাধারণ সম্পাদক এদিন এই দাবি তুলেছেন।
বেবি লিখেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর-এ অস্বাভাবিক কম সময়সীমার মধ্যে কাজ করতে বাধ্য হওয়া বিএলও-দের মৃত্যুর যে মর্মান্তিক খবরগুলি সামনে আসছে, তা অত্যন্ত উদ্বেগজনক। সরকারের নির্দেশে তড়িঘড়ি করে এই প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে তৎপরতা দেখা যাচ্ছে — বিশেষ করে সুপ্রিম কোর্টে মামলা থাকা সত্ত্বেও। উত্তর প্রদেশ সরকার বিএলও-দের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করেছে তা থেকে আরও স্পষ্ট হয়েছে, এটা শুধু ব্যাপক ভোটার বঞ্চনার ঝুঁকিই তৈরি করছে না বরং এখন মূল্যবান প্রাণও কেড়ে নিচ্ছে।
নির্বাচন কমিশনকে অবিলম্বে এই অপরাধমূলক এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে হবে, যেসব প্রাণহানি ঘটেছে তার পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এর থেকে কম কিছু গ্রহণযোগ্য নয়।
M.A. Baby
অবিলম্বে এই অপরাধমূলক এসআইআর বন্ধ হোক, দাবি বেবির
×
Comments :0