PROBANDHA | KRISHANU BHATTACHAJEE | AMRA | MUKTADHARA | 2025 NOVEMBER 27 | 3rd YEAR

প্রবন্ধ | কৃশানু ভট্টাচার্য্য | আমরা | মুক্তধারা | ২০২৫ নভেম্বর ২৭ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

PROBANDHA  KRISHANU BHATTACHAJEE  AMRA  MUKTADHARA  2025 NOVEMBER 27   3rd YEAR

প্রবন্ধ

মুক্তধারা

' আমরা '
কৃশানু ভট্টাচার্য্য

২০২৫ নভেম্বর ২৭ | বর্ষ ৩

একা আমি 'র ভিতরে অনেক আমি' র সমাহার - কিন্তু সে অনেক আমি থাকে গোপনে। ঠিক তেমনি একটা দেশের ভিতরে লুকিয়ে থাকে আরো অসংখ্য দেশ। ‌ এই অসংখ্য দেশের নানান ভাষা ,নানান মত , নানান পরিধান ।‌ সংস্কৃতি , রুচিবোধ,  দৈনন্দিন জীবন যাপনে এক বৈপরীত্যের জাদুঘর। ভিতরে অজস্র আত্মপরিচয় প্রতিষ্ঠার সুপ্ত বাসনা। মাঝেমধ্যে মাথাচারা দেয় সেই আত্মপরিচয় প্রতিষ্ঠার প্রয়াস। ‌ তবুও কোন কোন দেশ থাকে অটুট, কোন কোন দেশ ওই আত্মপরিচয় প্রতিষ্ঠার সংগ্রামের তীব্রতায় ভেঙে হয়ে যায় টুকরো টুকরো। ভেঙে যায় 'আমরা'।‌ আমিত্বের প্রতিষ্ঠার লড়াই সমষ্টি থেকে একক অস্তিত্বে সীমাবদ্ধ করে আত্মপরিচয় কে। সেখানেই কি শেষ? নতুন পরিচয় এর মধ্য আবার শুরু হয় আরো ছোট ছোট আমিত্বের বহিঃপ্রকাশ। ‌ আরো টুকরো টুকরো হয় সমষ্টির অস্তিত্ব। 
এই বিশ্বব্যাপী প্রবণতার মধ্যে দাঁড়িয়েও ১৯৪৭ থেকে ২০২৫ ভারতবর্ষের ভৌগোলিক সীমারেখা অপরিবর্তিত। তার কারণ' আমরা'। ১৯৪৯ সালে সদ্য স্বাধীন এই দেশে নানা প্রবণতার ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সব ধরনের পারস্পরিক আভ্যন্তরীণ এবং বাহ্যিক চাপের মুখে দাড়িও। জন্ম নিয়েছিল এই 'আমরা' । ১৯৪৯ এ ২৬ নভেম্বর সমস্ত বৈপরীত্যকে মাথায় রেখেও সর্বজনীন একটি অস্তিত্বের কৃতি দিয়েছিলেন অজস্র মতের মানুষ। উচ্চারিত হয়েছিল, ' আমরা ভারতের জনগণ...'।
'৭৫ বছর পরে আজও সেই ' 'আমরা'র প্রতি আমাদের অকুণ্ঠ আস্থা। 
২৬ নভেম্বর ২০২৫ ভারতের সংবিধানের ৭৫তম জন্মদিন। ‌ এই ৭৫ বছরে শত সহস্র বার আক্রান্ত হয়েছে ভারতের সংবিধান। গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করে একতান্ত্রিক শাসন কায়েমের প্রয়াসও বিরল ছিল না তবুও তার মধ্যে দাঁড়িয়ে এদেশের মানুষ তাদের ঐক্যবদ্ধ অস্তিত্বকে সোচ্চারে ঘোষণা করতে পেরেছেন এই সংবিধানের কারণে। ১৯৪৯ সালে এদেশের মানুষ এই সংবিধানকে গ্রহণ করেছিলেন বিধিবদ্ধ করেছিলেন এবং নিজেদের প্রতি অর্পণ করেছিলেন। আজ ৭৫ বছর বাদে এই দেশের মানুষ প্রমাণ করেছেন আম্বেদকার সহ সেদিনের প্রথিতযশা রাজনৈতিক নেতৃত্বের সুচিন্তিত চিন্তাভাবনার সম্মিলিত সংকলন আমাদের প্রিয় সংবিধানের প্রতি সামগ্রিক আস্থা। প্রমাণ করতে পেরেছেন অজস্র চক্রান্তের মুখে দাঁড়িয়েও স্বাধীন সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়াস এবং তাকে রক্ষা করার শপথ অব্যাহত থাকবে আগামী দিনেও। যেকোনো ধরনের দুরভিসন্ধিমূলক চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ' আমরা' - একা নয়, সমষ্টি।

Comments :0

Login to leave a comment