কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই বৃহস্পতিবার এসএসসি মামলায় চিহ্নিত অযোগ্যদের তালিকা বিশদে প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন।
এদিন ৫৪ পাতার একটি তালিকায় ১,৮০৫ জনের নাম প্রকাশ করে কমিশন। এর আগেও, কমিশনের তরফে আদালতে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়। তবে সেখানে পূর্ণাঙ্গ তথ্য ছিল না। এবার আদালতের নির্দেশে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলো এসএসসি।
একাদশ- দ্বাদশের ফলপ্রকাশের পরই সেই তালিকায় 'অযোগ্য' দেরও নাম আছে বলে অভিযোগ ওঠে। এমনকি নথি যাচাইয়ের ইন্টারভিউতে ডাক পাওয়া চাকরিপ্রার্থীদের তালিকায় ২ 'অযোগ্য'-র নাম রয়েছে বলে মেনেও নেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু তিনি দাবি করেন সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করা হয়নি।
চিহ্নিত অযোগ্যদের নাম থাকার বিষয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। শুনানিতে বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দেন, শুধু নাম নয়, চিহ্নিত ‘অযোগ্য’দের নাম, ঠিকানা, পিতৃপরিচয়-সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।
উল্লেখ্য, শাসকদলের দুর্নীতিতে বাতিল হয়ে যায় ২০১৬ সালের এসএসসি পরীক্ষার গোটা প্যানেল। ঘটনায় চাকরি হারান প্রায় ২৬ হাজার মানুষ। আদালতে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার কেউ-ই যোগ্যদের তালিকা দেয়নি। যে কারণে পুরো প্যানেলই বাতিল হয়ে যায়। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেয় যে ‘চিহ্নিত অযোগ্য’, অর্থাৎ যাদের নিয়োগে বেনিয়ম স্পষ্ট, তাদের ফের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না।
সুপ্রিম কোর্টের সেই নির্দেশ এড়িয়ে এই ‘চিহ্নিত অযোগ্য’-দের বসানোর নানা প্রয়াস চালিয়ে গিয়েছে রাজ্য এবং কমিশন। বস্তুত হাইকোর্টে গিয়েও সওয়াল করা হয়েছে। এরপর সুপ্রিম কোর্টে ফের তুমুল ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য এবং কমিশন। অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দেয় শীর্ষ আদালত।
কমিশন এর আগে সেই তালিকা প্রকাশ করলেও তা অসম্পূর্ণ ছিল। এর আগে এসএসসি যে তালিকা প্রকাশ করে সেখানে 'অযোগ্য'দের শুধু নাম ও ক্রমিক সংখ্যা ছিল। তবে এদিন আদালতের নির্দেশ মেনে অযোগ্য-দের পূর্ণাঙ্গ তথ্যই (নাম, রোল নম্বর, বিষয়, পিতার নাম এবং জন্মতারিখ) প্রকাশ করে কমিশন। তবে সেখানে কেন অযোগ্যরা কোন স্কুলে পড়াতেন তা উল্লেখ করা হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সুপ্রিম কোর্ট প্যানেল বাতিল করে নতুন পরীক্ষার নির্দেশ দেয়। চলতি বছরের ৭ এবং ১৪ সেপ্টেম্বর সেই পরীক্ষায় বসেন চাকরিপ্রার্থীরা। ফল প্রকাশের পর একাদশ- দ্বাদশের জন্য নথি যাচাই প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।
এদিন দুপুরে সাংবাদিক সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসএসসি'র প্রশংসা করে তিনি বলেন, হাই কোর্টের নির্দেশ মেনেই অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি। স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করছেন কমিশন। পাশাপাশি তিনি বিরোধীদের নিশানা করে বলেন, বিরোধীরা চাইবেই যাতে মমতা বানার্জির সরকার সঠিকভাবে ভাবে নিয়োগ না করতে না পারে। তবে আমরা আমাদের কাজ স্বচ্ছতার সঙ্গে করে যাবো।
এই বিষয়ে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এর আগে শিক্ষা দপ্তরে চোর মন্ত্রী ছিল না। এমন ভৃত্য মনোবৃত্তির লোকও ছিল না। সবাই জানে শিক্ষা ব্যবস্থার অবস্থা কি। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় কী হাল!"
SSC
হাইকোর্টের নির্দেশে এবার অযোগ্যদের ‘পূর্ণাঙ্গ’ তালিকা প্রকাশ এসএসসি’র
×
Comments :0