Young Cricketer Died

প্রয়াত তরুণ ক্রিকেটার, শোকস্তব্ধ ময়দান

খেলা

তরুণ ক্রিকেটারের মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতার ময়দান। মাত্র ১৯ বছর বয়সে প্রয়াত হলেন উদ্দালক আহমেদ। ডন বস্কো স্কুলের মেধাবী এই ক্রিকেটার ছিলেন অল রাউন্ডার। গত মরশুম অবধি খেলেছেন ওয়াই এম সি এ (চৌরঙ্গী শাখা)-র অনূর্ধ্ব-১৮ দলের হয়ে। বাংলার সিনিয়র দলের বোলিং কোচ শিবশঙ্কর পালের কাছে কোচিং নিতেন। শিবশঙ্কর ‘গণশক্তি’-কে বললেন, ‘পড়াশোনায় ভালো ছিল। হঠাৎই ব্রেন টিউমার ধরা পড়ে। একেবারে শেষ অবস্থায়। কেমো চলছিল। এই অসুস্থতার জন্য এবারে কোনও ক্লাবে সই করেনি।’

Comments :0

Login to leave a comment