তরুণ ক্রিকেটারের মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতার ময়দান। মাত্র ১৯ বছর বয়সে প্রয়াত হলেন উদ্দালক আহমেদ। ডন বস্কো স্কুলের মেধাবী এই ক্রিকেটার ছিলেন অল রাউন্ডার। গত মরশুম অবধি খেলেছেন ওয়াই এম সি এ (চৌরঙ্গী শাখা)-র অনূর্ধ্ব-১৮ দলের হয়ে। বাংলার সিনিয়র দলের বোলিং কোচ শিবশঙ্কর পালের কাছে কোচিং নিতেন। শিবশঙ্কর ‘গণশক্তি’-কে বললেন, ‘পড়াশোনায় ভালো ছিল। হঠাৎই ব্রেন টিউমার ধরা পড়ে। একেবারে শেষ অবস্থায়। কেমো চলছিল। এই অসুস্থতার জন্য এবারে কোনও ক্লাবে সই করেনি।’
Young Cricketer Died
প্রয়াত তরুণ ক্রিকেটার, শোকস্তব্ধ ময়দান
×
Comments :0