QUZEE — AML KAR — NATUNPATA | 16 MAY 2024 ANS.

বলতে পারো — অমল কর — নতুনপাতা | ১৬ মে ২০২৪ সমাধান

ছোটদের বিভাগ

QUZEE  AML KAR  NATUNPATA  16 MAY 2024 ANS

বলতে পারো  

অমল কর  

নতুনপাতা  

১৬ মে ২০২৪ সমাধান

জিজ্ঞাসা

১) কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাব কোন্ কোন্ ট্রফি বিজয়ী?
২) কোন্ ক্রিকেটার টেস্টে ৫২৩ টি উইকেট ও কোনও শতরান বা অর্ধশতরান না -করেও ২৫০০ রান করেন?
৩) কবি শক্তি চট্টোপাধ্যায় কোন্ চলচ্চিত্রে অভিনয় করেন?
৪) মাতৃভাষা বাংলাকে বরাক উপত্যকায় সরকারি স্বীকৃতির আন্দোলনে বিশ্বের প্রথম কোন্ একমাত্র নারী শহিদের মৃত্যুবরণ করেন?
৫) ১৯৬১ সালের ১৯ শে মে
বরাক উপত্যকায় বাংলা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতির আন্দোলনের ফলশ্রুতি কি?
৬) কাকে কেন 'লৌহ ক্রশ' উপাধি দেওয়া হয়?

সমাধান

১) কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাব ১৯৩৪ সালে কলকাতা ফুটবল লিগ, ১৯৩৬ সালে আইএফএ শিল্ড, ১৯৪০ সালে রোভার্স কাপ ও ডুরান্ড কাপ, ১৯৫৮ সালে ডিসিএম কাপ, ১৯৬০ সালে আগা খান গোল্ড কাপ, ১৯৮৩ সালে ফেডারেশন কাপ এবং ২০২৩-২৪ সালে আইলিগ চ্যাম্পিয়ন হয়। 
২) অষ্ট্রেলিয়ার স্পিন বোলার নেথান লায়ন টেস্টে ৫২৩ টি উইকেট ও সর্বোচ্চ ৪১ রান (কোনো শতরান বা অর্ধশতরান না -করেও) ২৫০০ রান করেন।
৩) কবি শক্তি চট্টোপাধ্যায় কবি পূর্ণেন্দু পত্রী পরিচালিত  'ছেঁড়া তমসুক'  চলচ্চিত্রে অভিনয় করেন।
৪)  বাংলা ভাষাকে বরাক উপত্যকায় সরকারি ভাষার স্বীকৃতির আন্দোলনে ১৯৬১ সালের( বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর -এর জন্মশতবর্ষে) ১৯ শে মে অসমের শিলচর রেলওয়ে স্টেশনে নিরস্ত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের বর্বরোচিত গোলাবর্ষণে ১৬ বছর বয়স্ক বিশ্বের প্রথম এবং একমাত্র মহিলা সত্যাগ্ৰহী কমলা ভট্টাচার্য শহিদের মৃত্যুবরণ করেন।
৫) বরাক উপত্যকায় মাতৃভাষা বাংলাকে সরকারি ভাষার স্বীকৃতির আন্দোলনে ১১ জন শহিদের আত্মাহুতি স্মরণে শিলচর রেলওয়ে স্টেশনের নামকরণ করা হয় 'ভাষাশহিদ  স্টেশন, শিলচর' এবং বাংলাকে বরাক উপত্যকায় সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়।
৬) জার্মান চিকিৎসক ও ব্যাকটেরিয়া বিজ্ঞানী এমিল আডলফ ফন বেরিং ডিপথেরিয়া ও সংক্রামক রোগ (ধনুষ্টংকার) প্রতিরোধক সিরাম থেরাপি আবিষ্কারের জন্য চিকিৎসা বিজ্ঞানে প্রথম (১৯০১ সালে) নোবেল পুরস্কার জয়ীকে  'লৌহ ক্রশ' উপাধি দেওয়া হয়।

Comments :0

Login to leave a comment