Fifa World Cup 2034 Saudi Arabia

বিশ্বকাপের জন্য ভাসমান স্টেডিয়াম বানাচ্ছে সৌদি

খেলা

২০৩৪ বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে সৌদি আরবে। সেই জন্য এই মরুদেশে বেশ কয়েকটি নতুন স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। মোট ১৫টি জায়গায় আটটি নতুন স্টেডিয়াম তৈরি করা হবে। 
সব থেকে আকর্ষণীয় হতে চলেছে 'নিওম স্টেডিয়াম '। যার নাম হতে পারে ' স্কাই স্টেডিয়াম '। অতি আধুনিক প্রযুক্তিতে এই স্টেডিয়ামটি তৈরি করতে খরচা হবে প্রায় ১ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৭ কোটি টাকা। এই স্টেডিয়ামটির বিশেষত্ব হলো মাটি থেকে প্রায় ৩৫০ ফুট উচ্চতায় এই স্টেডিয়ামটি বানানো হবে। প্রায় ৪৬,০০০দর্শকাসন থাকবে এই স্টেডিয়ামে। শহর নিওমে ' দ্যা লাইন ' বিল্ডিংয়ের শীর্ষেই থাকবে এই স্টেডিয়াম। প্রায় ১৭০ কিমি এলাকা জুড়ে আয়নাযুক্ত ২০২৭ থেকে এই স্টেডিয়াম তৈরির কর্মযজ্ঞ শুরু করা হবে। ২০৩২’র মধ্যে এই স্টেডিয়াম তৈরির কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। 
আটটি নতুন স্টেডিয়াম তৈরি করতে প্রায় ২০ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭৫২ কোটি টাকা) খরচ হবে। রিয়াধ , জেড্ডা, আল খোবার, আল, আভা এবং নিওম, এই পাঁচটি প্রধান শহরে আটটি নতুন স্টেডিয়ামসহ মোট ১৫টি জায়গাতেই হবে বিশ্বকাপের সমস্ত ম্যাচগুলি। 
এই স্টেডিয়ামের বাইরের অংশে থাকবে কাচের সজ্জা। থাকবে এলইডি। স্টেডিয়ামের ভেতরের অংশ বাটির আকৃতির হবে। দর্শকরা দেখার এবং শোনার জন্য শব্দবিজ্ঞান নির্ভর প্রযুক্তি ব্যবহার হবে। গোটা স্টেডিয়ামটিতে থাকবে পুনর্বীকরণ যোগ্য বিদ্যুতের ব্যবস্থা। বৈদুত্যিক পরিবহন ব্যবস্থা থাকবে।

Comments :0

Login to leave a comment