দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউন মিন। ৩৩বছরের সন ২০১৫তে যোগ দিয়েছিলেন টটেনহ্যাম হটস্পার্স দলে। শনিবার তিনি সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন যে,এই মরশুম শেষ হওয়ার আগেই স্পার্স ছাড়বেন সন। এছাড়াও আগামী বছরের বিশ্বকাপই যে তার শেষ বিশ্বকাপ হতে চলেছে , সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। তিনি বলেছেন ' এই বিশ্বকাপটিই হয়তো আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে । তাই আমি আমার সর্বস্ব দিয়েই খেলতে চাই । এছাড়াও পরিবর্তিতে আমি কোন জায়গায় খেলবো সেটাও আমার পক্ষে খোঁজা সহজ হবে '।
২০১১সালে সিরিয়ার বিরুদ্ধে এশিয়ান কাপের ম্যাচে অভিষেক ঘটেছিল সনের। দেশের জার্সিতে ১৩৪ম্যাচে মোট ৫১টি গোল রয়েছে সনের। হ্যামবুর্গ , বায়ার্ন লেভারকুরসেনের পর ২০১৫তে যোগ দেন লন্ডনের ক্লাবটিতে। ৩৩৩টি ম্যাচে ১৭৪টি গোল রয়েছে সনের স্পার্সের জার্সিতে। ২০১৯সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেও হারতে চেয়েছিল লিভারপুলের কাছে টটেনহ্যামকে। তবে ২০২৫-এ ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে প্রায় ৪০বছর পর ইউরোপা লিগ জিতেছিল টটেনহ্যাম হটস্পার্স।
Comments :0