বৃহস্পতিবার ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে আইএসএল ক্লাবগুলির বৈঠকের শেষে আইএসএলের ভবিষ্যৎ ঠিক না হলেও। ঠিক হয়েছে সুপার কাপের ভবিষ্যত। গত কয়েক মরশুম ধরে সুপার কাপ আয়োজন করা হচ্ছিল। তবে বৈঠকের পর হয়ত সুপার কাপের সময়সীমা একটু এগিয়ে আসতে চলেছে। আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের সময়তেই হবে এই প্রতিযোগিতা । সম্ভবত সেপ্টেম্বরের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে হতে পারে সুপার কাপ। আইএসএল শেষ হয়ে যাওয়ার পর সুপার অনুষ্ঠিত হওয়ায় বেশিরভাগ দলের সেরা খেলোয়াড়রাই আর খেলেননা এই প্রতিযোগিতায়। তাই এই সময়ে সুপার কাপ শুরু করলে সমস্ত দলগুলিই নিজের সেরা খেলোয়াড়দেরই নামাতে পারবেন। সুপার কাপ চ্যাম্পিয়ন দল পরবর্তী মরশুমের এসিএল ২ এর যোগ্যতা অর্জনের প্লে অফে খেলার সুযোগ পায়। এই মরশুমে এই প্রতিযোগিতায় জামশেদপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এফসি গোয়া। ২০২৪-এ এই শিরোপা জয় করেছিল ইস্টবেঙ্গল দল। তবে ভারতের শীর্ষ লিগ নিয়ে ভবিষ্যৎ কিন্তু এখনও অনিশ্চিত। এই বৈঠকের আগেই ওড়িশা এফসি ও বেঙ্গালুরু এফসির মত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দুইবারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইন। একটি বিবৃতির মাধ্যমে তারা জানিয়েছেন যে , আইএসএলের অনিশ্চয়তার কারণেই তারা আপাতত তাদের ক্লাবের সমস্ত কার্যকলাপ স্থগিত রাখছে সাময়িকভাবে। একে একে ভারতের শীর্ষ লিগের সমস্ত দলগুলি নিজেদের ঝাঁপ বন্ধ করে দিচ্ছে। ফলে এফএসডিএল ও এআইএফএফের মধ্যেকার এমআরএ ( মাস্টার রাইটস এগ্রিমেন্ট ) চুক্তির জটিলতা না কাটা পর্যন্ত ভারতীয় ফুটবলের ভবিষ্যৎকে ' নৌকাডুবি ' থেকে উদ্ধার করা যাবেনা।
AIFF MEETING
আইএসএল নিয়ে অনিশ্চয়তার মাঝেই সুপার কাপ নিয়ে সিদ্ধান্ত

×
Comments :0