panchayat vote

অবরোধ ডায়মন্ডে, ভোট চুরির প্রতিরোধ ভগবানপুরে

রাজ্য জেলা

ভগবানপ্রে প্রতিরোধ।

ডায়মন্ড হারবার ১ ব্লকের নেতড়া অঞ্চলে ৫ নম্বর বুথে সকাল-সকাল ভোট করিয়ে নিয়েছে তৃণমূলীরা। গ্রামবাসীরা অবরোধ করেন।

পূর্ব মেদিনীপুরের একাধিক বুথে সিভিক পুলিশ দিয়ে ভোট হচ্ছে।

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের রায়বাড়ে প্রতিরোধের মুখে পড়ে তৃণমূল।

মালদহের গাজোল -১ অঞ্চলের ১২২ নং বুথে কোন ভোট কর্মী নেই। ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন। ভোটদাতাদের বক্তব্য, বোঝা যাচ্ছে না ছাপ্পা ভোট করে পালিয়েছে কিনা। 

চাঁচলের কনুয়া দাস পাড়া ভোট শুরু হওয়ার আগে বোমা বাজি হয়।  বোমা উদ্ধারও হয়। অভিযোগের তির শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। যত্রতত্র ছড়িয়ে রয়েছে তাজা বোমা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বাড়ির প্রবেশ দ্বারে, আবার কোথাও রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা।

Comments :0

Login to leave a comment