india vs england test series

ওভালের দ্বিতীয় দিনেও রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা

খেলা

ভারত ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনেও ওভালে রয়েছে বৃষ্টির ভ্রূকুটি। গত বৃহস্পতিবার বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বেশ দেরি হয়েছিল। টসে হেরে বব্যাটিং পেয়েছিল ভারত। ইংল্যান্ড বোলিংয়ের কাছে অসহায় লেগেছিল ভারতের ব্যাটিং লাইনআপকে। মাত্র ৬৪ওভার খেলে ইতিমধ্যেই ৬উইকেট হারিয়ে ফেলেছে ভারত। তাদের স্কোর ২০৪। বর্তমানে ক্রিজে রয়েছেন করুন নায়ার ( ৫২ রান ) ও ওয়াশিংটন সুন্দর ( ১৯ রান  )। যশস্বী ( ২রান ) ও ধ্রুব জুরেল ( ১৯রান ) আউট করেন গাস আটকিন্সন। জশ টাংও নেন দুটি উইকেট। সাই সুদর্শন  ( ১৪রান ) এবং জাদেজার ( ৯রান ) উইকেট নেন জশ। সিরিজ ড্র করতে হলে এই মরণ বাঁচন ম্যাচে জিতেই হবে গিলদের। ফলে অন্তত ৩০০রানের গন্ডি পাড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে করুন নায়ারকে । গত ম্যাচগুলিতে নিজেকে প্রমাণ করতে না পারলেও এই ম্যাচেই তার কাছে সুযোগ রয়েছে ভারতের ডুবন্ত ব্যাটিংয়ের হাল ধরার।  

যুক্তরাজ্যর বা UK -র ( united kingdom ) আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী লন্ডনের স্থানীয় সময় দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত ( ভারতীয় সময় ৫:৩০ থেকে ৭:৩০ টা ) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে প্রায় ৬৯শতাংশ। তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৯-২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 

Comments :0

Login to leave a comment