আইএসএল নিয়ে ডামাডোল পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবারের বৈঠক গড়িয়ে চলেছে। এআইএফএফ ( অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বৃহস্পতিবার আইএসএলের মোট ৮টি ক্লাবদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন । যে বৈঠকে সিদ্ধান্ত হবে ভারতীয় ফুটবলের আগামীর ভবিষ্যৎ নিয়ে। দিল্লির ফুটবল হাউসে বৈঠক শুরু হয়েছে সকাল ১১:৩০টা থেকে । তবে এই বৈঠক শুরুর আগেই আরো একটি ফ্র্যাঞ্চাইজ দল চেন্নাইন এফসি তাদের সমস্ত কার্যকলাপ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দুইবারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি ওড়িশা ও বেঙ্গালুরুর মত অবলম্বন করল একই পথ।
সমাজমাধ্যমে তারা জানিয়েছে ' আমরা শুধু একটি ফুটবল ক্লাব নয়। আমরা এক পরিবারের মতই। কষ্টের মুহূর্তে আমরা একে অপরের পাশে থেকেছি । বর্তমানে ভারতীয় ফুটবলের অনিশ্চয়তা সম্পর্কে আমরা বেশ ভালোভাবেই ওয়াকিবহাল। তাই এই কঠিন সিদ্ধান্ত আমাদের নিতে হচ্ছে। আপাতত আমরা আমাদের ক্লাবের সমস্ত কার্যকলাপ সাময়িকভাবে বন্ধ রাখছি। আমরা আশা রাখছি যে এই বিরতি সাময়িকভাবেই হবে এবং সমস্ত ক্লাবগুলিকে ভবিষ্যতের ব্যাপারে স্পষ্টত আশ্বস্ত করতে পারলেই আমরা আবারও সম্পূর্ণ শক্তি নিয়েই ফিরে আসব '। অর্থাৎ ভারতীয় ফুটবল থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে একের পর এক দল। অনিশ্চয়তার আঁধারের আভাস পেয়েই হয়তো এই ধরণের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে দলগুলি। ফলে যত দ্রুত সম্ভব এই বিষয়ে সমস্ত ক্লাবগুলিকে স্পষ্টতই আশ্বাস দেওয়া প্রয়োজন এফএসডিএল এবং এইআইএফএফের।
Comments :0