OLYMPICS VINESH PHOGAT

অলিম্পিকের কুস্তিগিরদের দলে ভিনেশ

খেলা

প্যারিস অলিম্পিকের জন্য ছ’জন কুস্তিগিরের নাম জানালেন ভারতের কুস্তি ফেডারেশন। যাঁরা ইতিমধ্যেই অলিম্পিকের কোটা নিশ্চিত করেছিলেন তারাই স্থান পেয়েছেন। পুরুষ-মহিলা মিলে বিভিন্ন ওজনের বিভাগে দলে আছেন ভিনেশ ফোগাট (৫০ কেজি), অন্তিম পাঙ্ঘাল (৫৩ কেজি), অংশু মালিক (৫৭ কেজি), অমন সেহরাওয়াত (৫৭ কেজি), নিশা দাহিয়া (৬৮ কেজি), রীতিকা হুডা (৭৬ কেজি)।  
দলে স্থান পাননি টোকিও অলিম্পিকে ৫৭ কেজি বিভাগে রুপো জেতা রবি দাহিয়ার। এবার জাতীয় নির্বাচনের ট্রায়ালে অমন সেহরাওয়াতের কাছে ছিটকে যান তিনি। যদিও ফেডারেশন থেকে জানানো হয়েছিল, পরিস্থিতি বিবেচনা করে আবার ট্রায়াল আয়োজন করা যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় ট্রায়াল ছাড়াই দল ঘোষণা করে দিল ফেডারেশন। ফলে অলিম্পিক দল থেকে বাদ পড়লেন দাহিয়া।

Comments :0

Login to leave a comment