Farakka Chalo

‘ফরাক্কা চলো’-র সমর্থনে প্রচার মালদহে

জেলা

‘ফরাক্কা চলো’ অভিযানের প্রচার মালদহের ভাঙন কবলিত এলাকায়। ছবি: উৎপল মজুমদার

শারদোৎসবের আগে বিপন্ন মালদহের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এবং বানভাসি মানুষ পাচ্ছেন না সহায়তা। তাঁদের কাছে পৌঁছে এই দুই সমস্যা নিয়ে লড়াইয়ের বার্তা দিলেন বামফ্রন্ট নেতৃবৃন্দ।  
মালদহ জেলা বামফ্রন্ট আহ্বায়ক কৌশিক মিশ্র বলেন, বন্যা ও ভাঙন রোধে যাতে রাজ্য সেচ দপ্তর সুখা মরশুমে যথাযথ উদ্যোগ নেয় সেজন্য গত ২৫ আগস্ট জেলা বামফ্রন্ট সেচ দপ্তর অভিযানের ডাক দিয়েছিল। ভাঙন কবলিত এলাকার মানুষ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অংশ নেয়। পুলিশের বাধা উপেক্ষা করেই সেচ আধিকারিকদের কাছে দাবি সনদ তুলে দিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। মালদহ ও মুর্শিদাবাদ জেলা বামফ্রন্ট ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার প্রতিবাদে ১৮ সেপ্টেম্বর ফরাক্কা ব্যারেজ অভিযানের ডাক দিয়েছে। যাতে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহঃ সেলিম সহ দুই জেলার বামফ্রন্ট নেতৃত্ব উপস্থিত থাকবেন।
মালদহ জেলার পশ্চিম ও দক্ষিণ দিক মূলতঃ নদীবেষ্টিত। গঙ্গা, মহানন্দা, ফুলহর, কোশি নদী সহ অন্যান্য নদী পরিবেষ্টিত এলাকা। যার মধ্যে রয়েছে হরিশ্চন্দ্রপুর-২ ব্লক, মালদহের নদী ভাঙন ও বন্যা নিয়ে রাজজ্য ও কেন্দ্রীয় সরকারের উদাসীনতার প্রতিবাদে  মালদহ জেলা বামফ্রন্ট ইতিমধ্যে পথে নেমেছে। বিভিন্ন ভাঙন ও বানভাসি এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেছেন। 
কৌশিক মিশ্র বলেন, ফারাক্কা অভিযানকে সামনে রেখে ভাঙন ও বানভাসি এলাকায় প্রচার করা হচ্ছে। মঙ্গলবার ও বুধবার এই প্রচার করা হবে। মঙ্গলবার রতুয়া-১, কালিয়াচক-৩,  ইংরেজবাজার ও চাঁচল-২ ব্লকে মিছিল ও সভা করা হয়। রতুয়া-১ ব্লকের মহানন্দাটোলা, বিলাইমারি ও বালুটোলা এলাকায় মিছিল ও সভার মধ্য দিয়ে প্রচার করা হয়। নেতৃত্ব দেন দেবজ্যোতি সিনহা, সুশান্ত সিংহ, জহুর আলম প্রমুখ। কালিয়াচক-৩ ব্লকের লক্ষ্মীপুর অঞ্চলের ভাঙাটোলা নতুন বস্তি ও বীরনগর-১  মোল্লাটোলা চিনা বাজারে মিছিল ও সভা হয়। 

Comments :0

Login to leave a comment