রবিবার ভোররাতে ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আগামী ৯অক্টোবর এএফসি এশিয়ান যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে ভারত। এই স্কোয়াডে ফের একবার প্রত্যাবর্তন ঘটল সুনীল ছেত্রীর। কাফা নেশন্স কাপের স্কোয়াডটিকেই ধরে রেখেছেন কোচ খালিদ। দলে মোহনবাগানের কোনো খেলোয়াড়ের নাম নেই। আগামী ১৬সেপ্টেম্বর এএফসি ম্যাচের পর মোহনবাগান ও এফসি গোয়ার খেলোয়াড়দের ক্যাম্পে যোগদান করার কথা। নেশন্স কাপের জন্য ভারতের ক্যাম্পে কোনো খেলোয়াড়দের ছাড়েনি মোহনবাগান। এই নিয়ে দুই পক্ষের মধ্যে খানিকটা দ্বন্দ্ব হয়েছিল। তবে সিঙ্গাপুর ম্যাচের জন্য ক্যাম্পে যোগ দেবেন মোহনবাগানের খেলোয়াড়রা। ভারতের অনুর্দ্ধ ২৩ দল থেকে সুযোগ পেয়েছেন নৌশাদ মুসা , সুহেল ভাটরা। আগামী ২০সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে শুরু হবে ভারতীয় দলের প্রস্তুতি।
ভারতীয় দলের ৩০জনের স্কোয়াড - অমরিন্দর সিংহ, গুরমিত সিংহ, গুরপ্রীত সিংহ সান্ধু ,আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, চিঙলেনসানা সিংহ, মিংথানমাওয়া রালতে, মহম্মদ উভেয়স, পরমবীর, রাহুল ভেকে, রিকি মিতেই হাওবাম, রোশন সিংহ নাওরেম ,কুরুনিয়ান, দানিশ ফারুখ, জিকসন সিংহ, জিথিন এমএস, ম্যাকারটন লুই নিকসন, মহেশ সিংহ নাওরেম, মহম্মদ আইমেন, নিখিল প্রভু, সুরেশ সিংহ ওয়াংজাম, ভিবিন মোহনন ,ইরফান ইয়াডওয়াড, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিংহ (জুনিয়র), মহম্মদ সনন, মহম্মদ সুহেল, পার্থিব গগৈ, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিংহ।
মন্তব্যসমূহ :0