যাত্রী বাহী চারচাকার গাড়িতে আগুন লাগার ঘটনায় চঞ্চল্য রায়গঞ্জে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টা নাগাদ। জানা গেছে রায়গঞ্জ শহরের মোহনবাটি জনবহুল এলাকায় হঠাৎই যাত্রী বাহী গাড়িতে আগুন লেগে যায়। গাড়িটা পানিশালা থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎই গাড়ির ইঞ্জিনে আগুন ধরে যায়। গাড়ির ভেতর থেকে ধোঁয়া বেরোতে থাকে। গাড়িতে থাকা যাত্রীরা প্রাণভয়ে গাড়ি ছেড়ে দৌড়াতে থাকেন। আতঙ্কে আশেপাশের দোকান পাট বন্ধ হয়ে যায়। স্থানীয় কিছু ব্যাবসায়ীরা বালতি করে জল নিয়ে এসে আগুন আয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। খবর যায় দমকল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাটি ইঞ্জিন। যদিও দমকলের গাড়ি আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ক্ষতিগ্রস্ত গাড়িটিকে এলাকা থেকে সরিয়ে যানজট মুক্ত হয়। স্বাভাবিক অবস্থা ফিরে আসে। গাড়ির চালক আব্দুল কালাম বলেন, ‘‘ কিছুই বোঝা যায়নি। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে।’’
Raiganj
যাত্রী বাহী চারচাকার গাড়িতে আগুন, চঞ্চল্য রায়গঞ্জে

×
Comments :0