সেতু ভাঙা থাকায় ‘কাটা সার্ভিসে’ আর্থিক লোকসান চলছেই। তার ওপর জোর করে পুজোর চাঁদা আদায়। এমন চললে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বাস মালিকরা।
গত আগস্টের ১২ তারিখে আরামবাগের রামকৃষ্ণ সেতু ভেঙে পড়ে। সে কারণে তারকেশ্বর থেকে গোঘাট হয়ে যেসব বাস বিভিন্ন জেলায় পরিষেবা দেয়, বর্তমানে তাদের ‘কাটা সার্ভিস’ দিতে হচ্ছে। তার ফলে লোকসানের মুখে পড়েছেন বাস মালিকরা।
তাঁরা বলছে, এর ওপর যদি দুর্গা পুজোর জন্য জোর করে বাস থেকে চাঁদা আদায় করা হয় তাহলে বাস পরিষেবা পুরোপুরি বন্ধ করা দেওয়া ছাড়া উপায় নেই। হুগলী ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স এসোসিয়েশনের কর্মকর্তারা এই মর্মে হুঁশিয়ারি দিয়েছেন মঙ্গলবার।
এলাকায় ২৮৬টি পুজো কমিটির কাছে বিশেষ আবেদন জানিয়ে বাস ওনার্স অ্যাসোসিয়েশন বলেছে যাতে জোর করে বাস থেকে চাঁদা আদায় না করা হয়। জোর করে চাঁদা আদায় করলে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলে জানান হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স এসোসিয়েশনের সম্পাদক গৌতম ধোলে।
ইতি মধ্যেই এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশকে জানানো হয়েছে বলে জানান হুগলী ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স এসোসিয়েশনের সভাপতি মির্জা গোলাম মুস্তাফা।
মূলত তারকেশ্বর থেকে প্রায় সাড়ে তিনশোর উপর বাস চলাচল করে একাধিক জেলায়। যার মধ্যে তারকেশ্বর থেকে আরামবাগ হয়ে প্রায় দেড়শটি বাস বিভিন্ন জেলায় যাত্রী পরিষেবা দেয়।কিন্তু রামকৃষ্ণ সেতু দিয়ে বাস চলাচল করতে না পারায় তাঁদের লোকসান হচ্ছে। বাস মালিকরা বিকল্প সেতুর দাবিও জানিয়েছেন।
Extortion Bus Hoogly
সেতু ভাঙা, তার ওপর চাঁদার জুলুম, বাস বন্ধের হুঁশিয়ারি হুগলীতে

×
Comments :0