kolkata metro

সপ্তাহের প্রথম দিন ফের ব্যাহত মেট্রো পরিষেবা

রাজ্য কলকাতা

বিদ্যুৎ বিভ্রাটের জেরে সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনই ব্যাহত হলো মেট্রো পরিষেবা। দীর্ঘ সময় বন্ধ থাকলো দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল। যার জেরে ফের চরম হয়রানির মুখে পড়তে হলো যাত্রীদের।
উল্লেখ্য গত সপ্তাহে প্রায় রোজ ব্যাহত হয়েছিল মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রোর তিনটি নতুন রুট চালু হয়েছে। কিন্তু নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যেই রুট রয়েছে সেখানে বিভিন্ন সময় পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। কর্তৃপক্ষের কথায় দমদম-নোয়াপাড়ার মাঝখানে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। সেই সমস্যা মিটে গিয়েছে। ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়েছে। মিনিট দশেক পরিষেবা ব্যাহত ছিল বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের।
গত সোমবার কবি নজরুল স্টেশনের একটি রেক খারাপ হয়ে যাওয়ায় টালিগঞ্জ পর্যন্ত চলছিল ট্রেন চলাচল। এই সপ্তাহেও ব্যাহত হলো পরিষেবা।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন