DHUSARBELA — MANISH DEB — WAR — MUKTADHARA — 14 SEPTEMBER 2025, 3rd YEAR

ধূসরবেলা — মনীষ দেব — যুদ্ধ — মুক্তধারা | ১৪ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

DHUSARBELA  MANISH DEB  WAR  MUKTADHARA  14 SEPTEMBER 2025 3rd YEAR

ধূসরবেলা মুক্তধারা

যুদ্ধ
 

মনীষ দেব

মৃত্যুর কাছে হেরে যাবে বলেই যুদ্ধ শুরু হয়। যুদ্ধ কখনও কোথাও জেতেনি। তবুও যুদ্ধ অনিবার্য হিসেবে বারে বারে ফিরে এসেছে কালেরযাত্রায় এবং মৃত্যু আর ধংসস্তূপ ফেলে ফিরে গেছে।

কেন এসেছিল, কেন ফিরে গেল যুদ্ধ নিজেই জানে না! হয়তো কিছু দাপট — কিছু অহংকার — কিছু ধ্বংস — কিছু রক্ত — কিছু অভাস্ফালন এবং মৃত্যুর মুখোমুখি যুদ্ধ পালিয়ে গেছে।

তীর-ধনুক তার ও আগে প্রাগৈতিহাসিক যুগ থেকে হিরোশিমা-নাগাসাকির আনবিক যুদ্ধ, না, কোনও লড়াই বা যুদ্ধ হেরে যেতে যেতে শেষে হেরেই গেছে।

যুদ্ধ শুরু হয়ে ছিল। শেষ হয়নি এমন কোনও যুদ্ধ নেই! যুদ্ধ এসে ছিল-দখলদারির জন্য যা মানুষের জন্য নয়, শুধু ক্ষমতার - ক্ষমতায় টিকে থাকার জন্য — এক অবসম্ভাবী অনুশীলন।

যুদ্ধ আকাশ দখল নিয়েছে। যুদ্ধের কালো ধোঁয়ায় বার বার ঢেকে গেছে পৃথিবীর মুখ — তারপর একদিন ফিরে গেছে যুদ্ধবিমান, আবার মেঘমুক্ত নীলগ্রহের নীল আকাশ — নীল আকাশে আবার ডানা মেলেছে শঙ্খচিল — পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে গেছে

আকাশের গায় —  যেতে যেতে বলে গেছে — 

        আকাশ তুমি আমার ডানায় 

        স্বপ্ন এঁকে যাও।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন