jorabagan murder

জোড়াবাগানে বাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

কলকাতা

জোড়াবাগান এলাকার সেন লেনের একটি বাড়ির বন্ধ ঘর থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। 
জানা গেছে, ওই ব্যক্তির নাম অভিজিৎ ব্যানার্জি। বয়স ৫৮। হোমিসাইড শাখার আধিকারিকরা এসেছেন ঘটনাস্থলে, নিয়ে আসা হয়েছে স্নিফার ডগ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। 
পুলিশ সূত্রের খবর, বাড়ির চারতলার একাংশ জুড়ে একাই থাকতেন ওই ব্যক্তি। ওই বাড়ির নিচের তলায় থাকতেন তাঁর দিদি। বৃহস্পতিবার সকালে তিনি চা দিতে গিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ। অনেক বার ডাকাডাকি করেও সাড়া না পেলে পিছনের দরজা দিয়ে ঘরে ঢোকেন। ঘরে ঢুকে তিনি দেখেন রক্তাক্ত অবস্থায় অভিজিৎ ব্যানার্জি  পড়ে রয়েছেন। তারপরেই জোড়াবাগান থানায় খবর দেওয়া হয়।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন