ব্রিটেনের ওল্ডবুরি শহরে বর্ণবিদ্বেষী হামলার শিকার বছর কুড়ির এক শিখ মহিলা। অভিযোগ দুই ব্যক্তি তাঁকে ধর্ষণ করে এবং "নিজের দেশে ফিরে যাও" বলে বর্ণবিদ্বেষী মন্তব্য করে। এর আগে ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত প্রবাসীদের উপর বর্ণবিদ্বেষী হামলার অভিযোগ সামনে এসেছে।
গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ ওল্ডবুরির টেম রোডের কাছে এই ঘটনাটি ঘটে।
সেই দেশের পুলিশ এটিকে 'জাতিগত ভাবে উস্কানিমূলক' হামলা হিসেবে চিহ্নিত করেছে। অভিযুক্তদের খোঁজা হচ্ছে বলে ব্রিটেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা মহিলা নিজেই তাদের কাছে অভিযোগ জানা। বর্তমানে সিসিটিভি ফুটেজ ও ফরেনসিক তদন্ত চলছে।
বার্মিংহাম লাইভের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন দুই ব্যক্তি শ্বেতাঙ্গ পুরুষ। তাদের মধ্যে একজনের মাথা কামানো এবং তার পরনে ছিল গাঢ় রঙের সোয়েটশার্ট। অন্যজন ধূসর রঙের জামা।
এই ঘটনায় স্থানীয় শিখ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। যেই জায়গায় এই ঘটনা ঘটেছে সেখানে পুলিশি টহল বাড়ানো হয়েছে বলে ব্রিটেন সংবাদমাধ্যম সূত্রে খবর।
এদিকে, ব্রিটিশ এমপি প্রীত কৌর গিল এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন সাম্প্রতিক সময়ে বর্ণবিদ্বেষের ঘটনা বৃদ্ধি অত্যন্ত উদ্বেগজনক।
ইলফোর্ড সাউথের আরেক এমপি জস আথওয়াল এটিকে একটি 'ঘৃণ্য, বর্ণবিদ্বেষী, নারীবিদ্বেষী হামলা' বলে চিহ্নিত করেছেন।
Britain
ব্রিটেনে ধর্ষণের শিকার ভারতীয় মহিলা

×
মন্তব্যসমূহ :0