Nepal AG

নেপালের অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত সবিতা ভাণ্ডারি

আন্তর্জাতিক

নেপালের অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন সবিতা ভাণ্ডারি। দায়িত্বভার নিয়ে তাঁর নামই প্রস্তাব করেছিলেন প্রধানমন্ত্রী সুশীলা কারকি। রবিবার ভাণ্ডারিকে সরকারের শীর্ষ আইন আধিকারিকের পদে নিয়োগ করলেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল। 
নেপালে প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন ভাণ্ডারি। জাতীয় তথ্য কমিশনের প্রধান পদে এর আগে দায়িত্ব পালন করেছেন তিনি। নেপালের অ্যাটর্নি জেনারেল ছিলেন রমেশ বাদল। তিনি পদত্যগ করেছেন। 
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিনন্দন বার্তা এসেছে প্রধানমন্ত্রী সুশীলা কার্কির কাছে। চীন, আমেরিকা, ব্রিটেন, জাপানের মতো বহু দেশ থেকে এসেছে সহযোগিতার বার্তা। তাঁকে আগেই অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
চীন অভিনন্দন বার্তায় বলেছে যে নেপালের সঙ্গে দীর্ঘকালীন বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। নেপালের জনতা স্বাধীনভাবে যে পথ বেছে নিয়েছেন বিভিন্ন সময়ে চীন তাকে সম্মান জানিয়েছে। শান্তিপূর্ণ সহাবস্থান এবং সহায়তা এবং সমন্বয়ের নীতি বজায় রেখে চলতে চায় চীন। 
যুব জনতার বিক্ষোভের জেরে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ ছাড়েন কেপি শর্মা ওলি। দেশময় বিক্ষোভের জেরে ৫০ জনের প্রাণহানি হয়েছে। 
এদিকে নেপালের বিভিন্ন জেল থেকে পালিয়ে আসা চার জনকে রবিবার আটক করেছে ভারতের সশস্ত্র সীমা বল (এসএসবি)। উত্তরাখণ্ডে তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছে এই বাহিনী।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন