তিন মাসের বিরতির পর মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চল। প্রতিবছর ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্য প্রাণীর প্রজননকাল বলে জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা থাকে। সেই সময়সীমা শেষ হতেই এদিন সকাল থেকেই গরুমারা, চাপড়ামারি, নেওড়াভেলি-সহ বিভিন্ন জঙ্গলে পর্যটকদের উপচে পড়া ভিড়।
কলকাতা থেকে বেড়াতে আসা সুব্রত গঙ্গোপাধ্যায় পরিবার-সহ গরুমারায় ঘুরে জানালেন, ‘‘হাতি, গন্ডার-সহ নানা বন্যপ্রাণী কাছ থেকে দেখতে পেয়ে সত্যিই অভিভূত হয়েছি।’’
একই সঙ্গে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, পর্যটন কেন্দ্রগুলিতে রাত্রিবাসের বুকিংও শুরু হয়েছে। অনলাইনে সরকারি ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করা যাবে। ডুয়ার্সের জিপসি চালক থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ীরা তিন মাসের বন্ধের পর নতুন করে বুকিং পেয়ে আশাবাদী। পর্যটন ব্যবসায়ী জিয়াউর রহমানের কথায়,‘‘ডুয়ার্সের পর্যটন জঙ্গলকেন্দ্রিক। পাহাড়, নদী, জঙ্গল আর বন্যপ্রাণী মিলিয়ে একসঙ্গে উপভোগ করা যায়। এখন বুকিং ভালো চলছে, সামনে ভিড় আরও বাড়বে।’’
তবে পরিবেশপ্রেমীদের আহ্বান জঙ্গলে প্রবেশ করলেও বন্যপ্রাণীদের উত্যক্ত নয়, আর প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলা জরুরি। শারদোৎসবের আগে জঙ্গল খোলায় পর্যটন মহলে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। ব্যবসায়ী থেকে পর্যটক সবাই খুশির হাওয়া উপভোগ করছেন।
Dooars forest
তিন মাস পর খুলে গেল ডুয়ার্সের জঙ্গল

×
Comments :0