Protest

হাজরা থেকে আটক করা হলো চাকরি প্রার্থীদের

কলকাতা

চাকরির দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে ফের পুলিশি নির্যাতনের শিকার চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার সকালে হঠাৎ করে নিয়োগের দাবিতে আচার্য সদনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ২০১৬ সালের আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। আচার্য সদনের গেট ঠেলে ভিতরে ঢুকতে গেলে নিরাপত্তা রক্ষী এবং পুলিশের সাথে ধস্তাধস্তি হয় চাকরি প্রার্থীদের। তাদের অভিযোগ পুলিশ কর্মীরা তাদের মারধর করেছে।
সল্টলেকে ব্যার্থ হওয়ার পর চাকরি প্রার্থীরা ঠিক করেন যে তারা হাজরা মোড়ে বিক্ষোভ দেখাবেন এবং প্রয়োজন পড়লে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে তারা মিছিল করে এগিয়ে যাবেন। তাদের সেই পরিকল্পনা মতো মেট্রো করে হাজরাব এলে জতীন দাশ পার্ক মেট্রো স্টেশনে এলে হঠাৎ করে পুলিশ তাদের গ্রেপ্তার করেন। মেট্রো স্টেশনে ঢুকে চাকরি প্রার্থীদের গ্রেপ্তার করে পুলিশ। অনেক চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েন। সূত্রের খবর প্রায় ৪০ জনকে এদিন আটক করা হয়েছে।

Comments :0

Login to leave a comment