প্রবল জলোচ্ছ্বাসে খরস্রোতা তিস্তায় ছিটকে পড়লেন পর্যটকরা। রিভার রাফটিং করতে গিয়েই এই বিপত্তি ঘটে। যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। বাংলা- সিকিম সীমান্তের মাল্লি এলাকার ঘটনা। জানা গেছে, শুক্রবার তিস্তায় একটি বোটে পর্যটকদের একটি দল রাফটিং করতে ওঠেন। প্রথম দিকে বোটিং ভালোই চলছিলো। হঠাৎই তিস্তায় রাফটিং চলাকালীন প্রবল জলোস্রোত দেখা দেয়। জলোস্রোত ক্রমশই বাড়তে শুরু করে। সামাল দিতে না পেরে পর্যটকবোঝাই বোটটির টালামাটাল অবস্থা হয়। এদিক ওদিক ঝাঁকুনি দিয়ে দুলতে থাকে বোট সহ পর্যটকেরা। বোটের উপরে প্রবল জলের স্রোত আছড়ে পড়ে। এরপরেই টাল সামলাতে না পেরে বোট থেকে খরস্রোতা তিস্তায় ছিটকে পড়েন পর্যটকরা। রাফটিং অপারেটর ও উদ্ধারকারী দল এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দ্রুত তিস্তায় ছিটকে পড়া পর্যটকদের উদ্ধার করা সম্ভব হয়। তবে রাফটিং করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনার পর খরস্রোতা তিস্তা নদীতে রাফটিং করতে আসা পর্যটকদের স্থানীয় প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে। পাশাপাশি এই ভয়াবহ ঘটনার পর থেকে নিরাপত্তাজনিত কারণেই তিস্তা নদীতে প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে।
Rafting Incident
রাফটিং করতে গিয়ে বিপত্তি

×
Comments :0