Bangladesh High Commissioner

বাংলাদেশের হাই কমিশনারকে তলব দিল্লিতে

জাতীয়

বাংলাদেশের হাই কমিশনারকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক। ঢাকায় ভারতীয় হাই কমিশনকে হুমকি দেওয়ার অভিযোগ জানিয়েছে বিদেশ মন্ত্রক। 
সংবাদসংস্থা জানিয়েছে বুধবার বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাকে ডেকে পাঠিয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা সম্পর্কে উদ্বেগ জানিয়েছে দিল্লি। 
বাংলাদেশের এক সম্প্রতি ভারত থেকে উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যকে আলাদা করার হুমকি দেয়। সে সম্পর্কেও অভিযোগ জানানো হয়েছে বলে অনুমান। 
মঙ্গলবার ভারত ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ‘বিজয় দিবস’ পালন করেছে। দিল্লিতে সেই অনুষ্ঠানে অংশ নেন হামিদুল্লাও। তিনি বলেন, পারস্পরিক সম্পর্কের উন্নতিতে দুই দেশই লাভবান হয়েছে। এই অঞ্চলে শান্তি এবং সমৃদ্ধির পক্ষে অবস্থান নেবে বাংলাদেশ।
১৯৭১ সালে পাকিস্তানের শাসনের বিরুদ্ধে  লড়াই করে স্বাধীন বাংলাদেশ গড়ে ওঠে। 
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভ্যুত্থানের জেরে ভারতে চলে এসেছিলেন। তার জেরে বাংলাদেশেও পরিস্থিতি বদলেছে। একাধিক দফায় দুই প্রতিবেশী দেশের সম্পর্ক ঘিরে বিতর্ক হয়েছে।

Comments :0

Login to leave a comment