Sonamukhi Resentment

বালির লরিতে পিষ্ট যুবকের মৃত্যুতে অবরোধ, তীব্র ক্ষোভ সোনামুখীতে

জেলা

বালির লরির চাকায় পিষ্ট হয়ে সোনামুখীতে এক যুবক মারা যাওয়ায় পথ অবরোধ হয়েছে সোনামুখীতে। 
বাঁকুড়ার সোনামুখীর আলমপুর দামোদর নদীর ঘাটে বালি আনতে যাওয়া একটি লরি সোনামুখীর বন্দলহাটি গ্রামে প্রশান্ত ভুঁই (৩৭) নামে এক যুবককে ধাক্কা মারে। তিনি মোটর সাইকেলে যাচ্ছিলেন। তার সঙ্গে আরও এক যুবক ছিলেন মোটরসাইকেলে। তিনিও রক্তাক্ত হন। 
প্রশান্তকে ভর্তি করা হয়ে দুর্গাপুরের একটি হাসপাতালে। রবিবার ওই বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। এর পরই রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত বন্দোলহাটি গ্রামের মানুষ রাস্তা অবরোধ করেন। উল্লেখ করা যায় যে, আলমপুরের মানুষ বেআইনি বালি পাচারের বিরুদ্ধে এর আগেও অবরোধ করছিলেন। পুলিশ ব্যবস্থা নেওয়ার কথা বললেও নেয়নি। ফের স্থানীয় যুবকের প্রাণ হারানোর খবর পৌঁছাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। রবিবার রাতে সোনামুখী থানার পুলিশের সঙ্গে ব্যাপক বচসা হয় অবরোধকারীদের। পরে তাঁরা অবরোধ তোলেন। কিন্তু সোমবারও এলাকায় রয়েছে তীব্র ক্ষোভ।

Comments :0

Login to leave a comment