ঝোড়ো সময়ে তরুণরা চালু করেছিলেন। আজও চালু রয়েছে শিয়াখালা চৌমাথা-'য় এই বুকস্টল।
১৯৭১ সালে পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর আধা ফ্যাসিবাদী সন্ত্রাসের মধ্যে বামপন্থী আন্দোলনের উত্তাল দিনে কতিপয় দামাল সাহসী তরুণ বাম কর্মী শিয়াখালা বাজারের প্রাণকেন্দ্র শিয়াখালা চৌমাথা-'য় এই বুকস্টলের সূচনা করেন। তারপর থেকে পার্টির উদ্যোগে ও এলাকার গণ সংগঠন গুলির সহযোগিতায় নিরবচ্ছিন্নভাবে ৫৩ বছর ধরে শারদীয় অনুষ্ঠানের  দিনগুলিতে এই বুকস্টল পরিচালিত হয়ে আসছে। 
২ মাস আগে কলকাতার আর.জি.কর. মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক-পড়ুয়া ছাত্রীর হত্যাকাণ্ড পরবর্তী উত্তাল রাজ্য পরিস্থিতির আবহে এই বুকস্টলকে প্রতিবাদের মঞ্চ রূপে ব্যবহার করা হয়। 
পার্টির হুগলী জেলা কমিটির সদস্য তথা উদ্বোধক স্বপন বটব্যাল, চন্ডীতলা-১ এরিয়া কমিটির সদস্য সোমনাথ ঘোষ, প্রবীণ পার্টি নেতা রঘুনাথ ঘোষ ছিলেন গত বুধবার উদ্বোধনের দিন।
উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আর জি কর, তিলোত্তমার বিচার চাই, আর জি করে মাথা ধরো ইত্যাদি দাবী সম্বলিত পোস্টার-ফ্লেক্স দিয়ে সাজানো হয় এবং তিলোত্তমার ন্যায় বিচার ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণ স্বাক্ষর সংগ্রহ শুরু করা হয়।
Book Stall Hoogly
পাঁচ দশকের বুকস্টল শিয়াখালায় এবারও
                                    ছবি  : অনন্ত সাঁতরা।
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0