রাস্তায় দাঁড়িয়ে কেউ হাউ হাউ করে কেঁদে হাত জোড় করে বলছেন ঘর চাই। আবার কেউবা গলা চড়য়ে নিজের  অধিকারের দাবি তুলছেন। প্রত্যেক দিন আবাস যোজনার ঘর নিয়ে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। অনেকের বক্তব্য তালিকা তৈরি  করার সময় গরিব মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।আবাস যোজনার তালিকায় যোগ্য প্রাপকদের নাম না থাকায় পথ অবরোধে সামিল হলেন গ্রামবাসীরা। শুক্রবার দুপুরে পুরুলিয়ার বাঘমুন্ডি-ঝালদা রাজ্য সড়কের উপর চড়িদা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ওই রাস্তা। আটকে যায় 
বাস, মালবাহী ও যাত্রীবাহি বহু যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঘমুন্ডি থানার পুলিশ। অবরোধকারী রুবি সূত্রধর কাঁদতে কাঁদতে জানান মাথা  গোঁজার কোন ঠাই নেই।  আশ্রয়টুকু যেটা  ছিল সেটাও ভেঙে গেছে। এখন লোকের বাড়িতে ভাড়া নিয়ে আছেন। সে ভাড়াও সময়মতো দিতে পারেন না। বাড়িওয়ালা মাঝেমধ্যেই ঘর ছেড়ে দেওয়ার কথা বলে। হাত জোড় করে তিনি অনুরোধ করেন আমাকে শুধু একটা ঘর দেওয়া হোক। আরেক অবরোধকারী শুকুরমনি কালিন্দী অভিযোগ করেন যাদের ঘর দরকার তারা কেউ ঘর পাননি। গরিব মানুষদের বঞ্চিত করা হয়েছে। কোনোভাবেই তারা এই তালিকা মানবেন না। তালিকা সংশোধন করে যোগ্য প্রাপকদের আবাস তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। দাবি পূরণ না হলে অবরোধ তুলতে অনড় গ্রামবাসীরা। সন্ধ্যা ৫ টা অব্দি চলে অবরোধ।
Corruption in Housing Scheme
আবাস থেকে বঞ্চিত, ঘরের দাবিতে পথ অবরোধ
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0