fire at ezra street

এজরা স্ট্রিটে বিধ্বংসী আগুন

কলকাতা

এজরা স্ট্রিটের টেরিটি বাজারের সামনে এক কাঠের বাক্স তৈরির গুদামে ভয়াবহ আগুন। ইতি মধ্যেই দমকলের ১২টি ইঞ্জিন আগুন নেভানোর কাল চালাচ্ছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে শট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান করেছেন দমকলের আধিকারিকরা। এখনও দমকল কর্মীরা আগুনের উৎস স্থলে পৌঁছাতে পারিনি। আগুন নেভানোর কাজ চলছে। হাত লাগিয়েছেন স্থানীয়রা।

বুধবার রাত ৮:৩০ টা নাগাদ এই আগুন লাগে। পরপর দোকান গুলিতে দ্রুত আগুন ছড়িয়ে পরে। আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় ব্যবসায়ীদের আশঙ্কা আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে আগুন ছড়িয়ে পড়বে। সামনেই দীপাবলি তাই সমস্ত দোকানে প্রায় অনেক টাকার আলো মজুত করা আছে। আগুন ছড়ালে বিরাট অংকের ক্ষতি হতে পারে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন