পশ্চিমবঙ্গের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকের হেনস্তা করা হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে। বিশেষত বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে এই ঘৃণার চাষ করা হচ্ছে সব থেকে বেশি। এই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ পুলিশ হেল্পলাইন চালু করেছে।
হেল্পলাইন নম্বরও প্রকাশ করেছে রাজ্য পুলিশ। হোয়াটস অ্যাপে অভিযোগ করা যাবে বলে জানানো হয়েছে।
গত কয়েক মাস ধরেই দিল্লি, রাজস্থান, হরিয়ানা, ছত্তিশগড়, ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যে একের পর এক ঘটনা সামনে এসেছে। রাজ্যের তৃণমূল সরকারের নীরবতায় ক্ষোভ জানিয়েছে বামপন্থীরা। বিজেপি-আরএসএস’র বিদ্বেষের রাজনীতির প্রতিবাদে রাজ্যজুড়ে হচ্ছে মিছিল।
বামপন্থীরা প্রথম থেকে দাবি করে আসছেন পরিযায়ী শ্রমিকদের জন্য নির্দিষ্ট দপ্তরে নোডাল অফিসার নিয়োগ করতে হবে।
পরিযায়ী শ্রমিকরা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছেন কেন্দ্রীয় ভাবে হেল্পলাইন চালু করার জন্য। যাতে অন্য রাজ্যে গিয়ে জাতি কোনও পরিযায়ী শ্রমিক সমস্যার মুখে পড়েন তাঁকে সাহায্য করা যায়।
ওড়িশা, হরিয়ানা, ছত্তিশগড়, রাজস্থান, মহারাষ্ট্র এবং দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে শেষ ১৫ দিনে একাধিক ঘটনা সামনে আসে। নথি থাকা সত্ত্বেও তুলে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষীদের। মঙ্গলবার হরিয়ানার গুরুগ্রামে ৫২ জন বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে বাংলাদেশী সন্দেহে আটক করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের কাছে নথি চেয়ে পাঠায়।শনিবার তামিলনাড়ু ৪ জন বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্তা করা হয়েছে।
পশ্চিমবঙ্গ পুলিশ ‘এক্স’ হ্যান্ডেলে একটি হেল্পলাইন নম্বর দিয়ে জানিয়েছে যে অন্য রাজ্যে কাজ করার সময় সমস্যার সম্মুখীন হন, তাহলে রাজ্য পুলিশের হেল্পলাইনে যোগাযোগ করুন। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে। পুলিশের তরফে ৯১৪৭৭২৭৬৬৬ প্রকাশ করা হয়েছে।
বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নাম প্রায় ৬০ লক্ষ মানুষের নাম বাতিল করে হয়েছে। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বিজেপি। মানুষকে বিচ্ছিন্ন করে ভাগাভাগি করতে চাইছে তাঁরা। বিহারের ঘটনার পর থেকে রাজ্যে বিজেপির নেতারা চরম নিয়ে গেছে বিদ্বেষের প্রচার। ভোটার তালিকায় রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঢুকে রয়েছে বলে প্রচার চালাচ্ছে বিজেপি। এই মধ্যেই নির্বাচন কমিশন বিএলওদের বিশেষ প্রশিক্ষণ চালু করেছে রাজ্যে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার বলেছেন যে এ রাজ্যের ভোটার তালিকায় ১ কোটি ২৫ লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশ করি রয়েছে।
কিন্তু ইউনেস্কোর তথ্য অনুযায়ী মোট রোহিঙ্গার সংখ্যা ১২ লক্ষের কাছে।
বাংলাভাষীদের ঘিরে আরএসএস এবং বিজেপি’র বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে তীব্র প্রচার চালাচ্ছে বামপন্থীরা।
Migrant Workers
বিদ্বেষই হাতিয়ার বিজেপি’র, চলছে প্রতিবাদ, পরিযায়ী হেল্পলাইনের ঘোষণা

×
Comments :0